promotional_ad

ডু প্লেসি-ম্যাক্সওয়েলের ঝড়ের পর বেঙ্গালুরুকে জেতালেন বোলাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো

জিততে হলে শেষ ওভারে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ২০ রান। উইকেটে ছিকেন রবিচন্দ্রন অশ্বিন ও ধ্রুব জুরেলের মতো ব্যাটার। তবে তারা সেই লক্ষ্য পাড়ি দিতে পারেননি। নাথান এলিসের করা প্রথম বলেই চার মেরেছিলেন অশ্বিন। দ্বিতীয় বলে আরও ২। পরের বলে চার ম্যাচে জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন তিনি। 


শেষ ৩ বলে দরকার ছিল ১০ রানের। চতুর্থ বলে অশ্বিন আউট হয়ে গেলে লক্ষ্য কঠিন হয়ে যায় রাজস্থানের জন্য। পরের দুই বলে দুই রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে রাজস্থানকে। ফলে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জুরেল শেষ পর্যন্ত ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।


promotional_ad

এর আগে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না রাজস্থানের। তারা দ্বিতীয় বলেই হারায় ওপেনার জস বাটলারের উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে ৯৮ রান যোগ করেন ইয়াসভি জায়সাওয়াল ও দেবদূত পাডিকাল। পাডিকাল ফিরেছেন হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৩৪ বলে ৫২ রান করে।


আরো পড়ুন

কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন

২১ এপ্রিল ২৫
বিসিসিআই

জায়সাওয়াল আউট হয়েছেন ৩৭ বলে ৪৭ রান করে। এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসনের ১৫ বলে ২২ ও রবিচন্দ্রন অশ্বিনের ১২ রানে জয়ের পথেই ছিল রাজস্থান। তবে বেঙ্গালুরুর বোলারদের আঁটসাঁট বোলিংয়ে সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি দলটি।


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক বিরাট কোহলিকে হারায় বেঙ্গালুরু। ওয়ানডাউনে নামা শাহবাজ আহমেদ ফেরেন মাত্র ২ রান করে। যদিও আরেক ওপেনার ফাফ ডু প্লেসি ৩৯ বলে খেলেন ৬২ রানের ইনিংস। তার সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের ৪৪ বলে ৭৭ রানের ইনিংসে বড় পুঁজি নিশ্চিত করে বেঙ্গালুরু।


রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও সান্দিপ শর্মা। একটি করে উইকেট পেয়েছেন অশ্বিন ও যুবেন্দ্র চাহাল। ৭ ম্যাচ খেলা রাজস্থানের এটি তৃতীয় হার। তবুও ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গালুরু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball