ওয়ার্নার-মার্শদের চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ জয়ের পর আরও একটি বড় সুখবর পেল দিল্লি ক্যাপিটালস। উদ্ধার করা গিয়েছে ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শদের চুরি যাওয়া ব্যাট-প্যাডসহ সরঞ্জামাদি।
টানা ৫ হারের পর বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় দিল্লি। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বড় সমস্যার মুখে পড়েন দিল্লির ক্রিকেটাররা। ম্যাচের আগে ক্রিকেটারদের বেশ কিছু সরঞ্জাম চুরি যায়।

দিল্লি পুলিশের হাতে চোরেরা ধরাও পড়েছে। এই খবর জানিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রাম পেজে সমর্থকদের সঙ্গে এই খুশির জানান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
ওয়ার্নার বলেন, 'আমরা দিল্লি পুলিশের সহায়তায় আমাদের হারিয়ে যাওয়া মূল্যবান ক্রিকেট সরঞ্জাম ফিরে পেয়েছি। এছাড়াও চোরকে পুলিশ ধরেছে। এইজন্য আমি দিল্লি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে বেশ কিছু সরঞ্জাম আমরা এখনও খুঁজে পাইনি।'
চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলে দিল্লিতে ফেরার পথে ওয়ার্নার-মার্শদের ব্যাট-প্যাড চুরি হয়। চুরি হওয়া সরঞ্জামাদির তালিকায় ছিল ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস। যার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ লাখ টাকা।
কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে দিল্লির ক্রিকেটাররা হোটেলে ঢুকেই বুঝতে পারেন, তাদের কিট ব্যাগ থেকে ব্যাট-প্যাডসহ দরকারি অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিল্লি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত শুক্রবার সব সরঞ্জাম উদ্ধার করে দিল্লি পুলিশ।