promotional_ad

জাদেজার স্পিন ভেলকির পর কনওয়ে'র দৃঢ়তায় চেন্নাইয়ের জয়

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
প্রথমে রবীন্দ্র জাদেজার স্পিন ভেলকি এবং তারপর ডেভন কনওয়ের দায়িত্বশীল ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটা চেন্নাইয়ের চতুর্থ জয়। পয়েন্ট তালিকায় তিনে আছে দলটি।
 
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোই করে হায়দরাবাদ। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারের মধ্যেই ৩৫ রান তুলে দলটি। ১৩ বলে ১৮ রান করে ফিরে যান হ্যারি ব্রুক।
 
ব্রুক ফেরার পরও অভিশেক শর্মার প্রচেষ্টায় রান তুলে যাচ্ছিল হায়দরাবাদ। কিন্তু দলীয় ৭১ রানে আবারো ছন্দপতন হয় তাদের। ২৬ বলে ৩৪ রান করা অভিশেককে ফেরান জাদেজা। নিজের পরের ওভারে ২১ বলে ২১ রান করা রাহুল ত্রিপাঠিকেও ফেরান তিনি।
 
তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। চেন্নাইয়ের অন্যান্য বোলাররাও তাদের চেপে ধরলে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রান তুলে দলটি। মাত্র ২২ রান খরচায় তিন উইকেট নেন ম্যাচ সেরা হওয়া জাদেজা।
 
লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারের মধ্যেই ৮৭ রান তোলেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং কনওয়ে। ৩০ বলে ৩৫ রান করে রুতুরাজ ফিরে গেলে চটজলদি আজিঙ্কা রাহানে (৯) এবং আম্বাতি রাইডুর (৯) উইকেট হারায় চেন্নাই।
 
দুজনকেই এক ওভারের ব্যবধানে ফিরিয়েছেন মায়াঙ্ক মারকান্ডে। যদিও ৫৭ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৭৭ রানে অপরাজিত থেকে চেন্নাইকে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন কনওয়ে।

 


আরো পড়ুন

রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার

২০ এপ্রিল ২৫
৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত শর্মা, ফাইল ফটো
promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball