‘এই জয় প্রথম টেস্টে রান পাওয়ার মতো’ দিল্লির জয়ের পর সৌরভ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা পাঁচ হারে হারে দিল্লি ক্যাপিটালসের আত্মবিশ্বাস ছিল তলানিতে। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় দলটিকে এখন দেখাচ্ছে আশার আলো। প্লে-অফের স্বপ্ন এখনও শেষ না হলেও, দিল্লির সামনের পথ বেশ কঠিন। যদিও দলটির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি দুশ্চিন্তায় আছেন ব্যাটারদের ফর্ম নিয়ে।
দিল্লির স্কোয়াডে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রাইলি রুশো, রভম্যান পাওয়েল ও ফিল সল্টের মত বিদেশিরা আছেন। দেশিদের মধ্যে মানিশ পান্ডে, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ'রাও দলটির হয়ে খেলছেন এবার। এছাড়া আমান হাকিম খান-সরফরাজ আহমেদদের মত তরুণরা আছেন ব্যাটিংয়ে দিল্লীকে সহায়তা দিতে।
যদিও ওয়ার্নার বাদে আর কোনো ব্যাটারের ব্যাট হাসছে না নিয়মিত। শ'র নিয়মিত ওপেনিংয়ে হচ্ছেন ব্যর্থ। মার্শ-রুশোরা সুযোগ পেয়েও দলের জন্য অবদান রাখতে পারছেন না। তবে ওয়ার্নার প্রতি ম্যাচেই দলের পক্ষে রান করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন।

ষষ্ঠ ম্যাচে এসে জয় পাওয়ার দিনও দিল্লিকে দুশ্চিন্তায় রেখেছিল দলের ব্যাটিং। যদিও শেষ পর্যন্ত ওয়ার্নারের হাফ সেঞ্চুরি ও অক্ষর প্যাটেলের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। তাই তো গাঙ্গুলী বলছেন, ব্যাটারদের আরও ভালো করার পথ বের করতে হবে।
গাঙ্গুলি বলেন, 'আমরা এই মৌসুমে বোলিং ভালোই করছি। ব্যাটিং উইকেট, গতিময় আউটফিল্ডে খেলা হচ্ছে। বোলাররা ভালোই করছে। সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। কীভাবে ব্যাটিংয়ে আরও ভালো করা যায় ভাবতে হবে। ব্যাটারদের সেই পথ বের করতে হবে।'
১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল গাঙ্গুলির। সেই ম্যাচে প্রথম রান পাওয়ার পর যেমন অনুভূতি হয়েছিল, দিল্লীর হয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েও ঠিক একই অনুভূতি প্রিন্স অব কলতাকার। তাই দিল্লির প্রথম জয় আবেগতাড়িত করেছে সৌরভকে।
গাঙ্গুলি বলেন, 'প্রথম জয় পেয়ে আমরা খুব খুশি। ডাগআউটে বসে ভাবছিলাম, এই জয়টা ২৭ বছর আগে আমার ব্যাটে আসা প্রথম টেস্ট রানের মতো। জিততে পেরে ভালো লাগছে। ভাগ্য আজকের ম্যাচে আমাদের পাশে ছিল।'
লিটন দাসের অভিষেক ম্যাচে কলকাতাকে মাত্র ১২৭ রানে আটকে দেয় দিল্লি। যদিও এই রান তুলতে গলদঘর্ম হতে হয়েছে। একপর্যায়ে হারের শঙ্কাও উঁকি দিচ্ছিল। যদিও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নারের দল।