promotional_ad

বাওয়েজ ও চ্যাপম্যানের ব্যাটিং ঝড়ের পর রাওয়ালপিন্ডিতে শিলাবৃষ্টি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের

৪ এপ্রিল ২৫
মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ড

রানপ্রসবা রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে ব্যাট হাতে ঝড় ‍তুললেন মার্ক চ্যাপম্যান ও চ্যাড বাওয়েজ। শেষ বেলায় চ্যাপম্যানের ঝড় থামালেন রাওয়াপিন্ডির শিলাবৃষ্টি। এরপর বৃষ্টিতে ভেস্তে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ডের লড়াই।


রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্বক শুরু করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও বাওয়েজ। তবে তাদের ঝড় বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইমাদ ওয়াসিম। বাঁহাতি এই স্পিনারের বলে অন সাইডে সুইপ করতে চেয়েছিলেন লাথাম।


promotional_ad

ব্যাটে-বলে ঠিকঠাক করতে না পারায় হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৮ বলে ১৩ রান করা নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি উইল ইয়াং। ডানহাতি এই ব্যাটারকেও সাজঘরে ফেরান ইমাদ ওয়াসিম। বাঁহাতি স্পিনারের শর্ট লেংথ ডেলিভারিতে অ্যাক্রোস দ্য লাইনে গিয়ে অন সাইডে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন ইয়াং।


আরো পড়ুন

পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

১৪ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

টিকতে পারেননি ড্যারিল মিচেলও। ৬ রান করা এই ব্যাটারকে ফেরান ইমাদ ওয়াসিম। ৫৪ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টেনে তোলেন চ্যাড বাওয়েজ। দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৩ বলে পেয়েছেন ক্যারিয়ারেরে প্রথম হাফ সেঞ্চুরি। যদিও পঞ্চাশ পেরোনোর পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।


শাহীন শাহ আফ্রিদির বলে তারই হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলা বাওয়েজ। পাঁচে নেমে দ্রুত রান তুলেছেন চাপম্যান। ৮ চারে ৩৪ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি। এদিকে রাচিন রবীন্দ্রও সুবিধা করতে পারেননি। চ্যাপম্যানের সঙ্গে পঞ্চাশ পেরোনো জুটি হলেও রাচিন করতে পেরেছেন মোটে ৮ রান।


বাঁহাতি এই ব্যাটারের বিদায়ের পর রাওয়াপিন্ডিতে নামে শিলা বৃষ্টি। ফলে আরও খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন চ্যাপম্যান। পাকিস্তানের হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইমাদ। একটি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি ও রউফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball