promotional_ad

লিটনের বিবর্ণ অভিষেকে হারল কলকাতা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির, ফাইল ফটো

ইশান্ত শর্মার করা হাফভলি বল কাভার ড্রাইভ করে চার মেরে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন লিটন দাস। যদিও এই আত্মবিশ্বাসী শুরু বেশিদূর এগোয়নি। নিজের খেলা চতুর্থ বলেই মুকেশ কুমারের শিকার হয়েছেন এই ডানহাতি ওপেনার।


মুকেশের অফ স্টাম্পের বাইরের শর্ট বল টেনে খেলতে গিয়ে স্কয়ার লেগে ললিত যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। চাইলে এই বলটি অনায়াসে অফ সাইডে খেলতে পারতেন লিটন। তবে মিড অফের ফাঁকা জায়গা দিয়ে খেলতে গিয়েই ভুল করেছেন তিনি।


promotional_ad

লিটনের ব্যর্থতার দিনে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটের ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ডেভিড ওয়ার্নারের দল ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথম জয়ের দেখা পেল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানে অল আউট হয়েছিল কলকাতা।


আরো পড়ুন

তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট

২২ এপ্রিল ২৫
গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ বলে ২১ রান করেন আন্দ্রে রাসেল, ফাইল ফটো

দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন লিটনের ওপেনিং সঙ্গী জেসন রয়। এ ছাড়া মানদীপ সিংয়ের ১২ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ৩১ বলে ৩৮ রানের ইনিংস ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। দিল্লির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ইশান্ত, এনরিক নরকিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। একটি উইকেট নিয়েছেন মুকেশ।


মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোই শুরু পেয়েছিল দিল্লি দুই ওপেনার ওয়ার্নার ও পৃথ্বী শ মিলে তুলেছিলেন ৩৮ রান। পৃথ্বী ১৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। মিচেল মার্শ ২ ও ফিল সল্ট ৫ রান করে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে দিল্লি। যদিও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ওয়ার্নার।


তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৫৭ রানের ইনিংস। এরপর মানিষ পান্ডে ২১ রান করলেও উইকেট থিতু হতে পারেননি। আমান খান আউট হয়েছেন শূন্য রানে। যদিও অক্ষর ও ললিত মিলে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। অক্ষর ১৯ ও ললিত ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। যদিও জয় পেতে তাদের শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। কলকাতার হয়ে ২টি উইকেট উইকেট নিয়েছেন নীতিশ রানা, অনুকূল রায় ও বরুণ চক্রবর্তী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball