‘আইপিএল জিতলেও ভারতের স্কোয়াডে জায়গা পাবেন না স্যামসন’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন
২১ এপ্রিল ২৫
উইকেটকিপার ব্যাটার হিসেবে ভারতের তিন সংস্করণেই অটো চয়েজ ঋষভ পান্ত। বাঁহাতি এই ব্যাটারের সঙ্গে রয়েছেন ইশান কিশান। আগের বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো করে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছিলেন দীনেশ কার্তিক। তিন উইকেটকিপারের লড়াইয়ে ছিলেন না সাঞ্জু স্যামসন। যে কারণে বেশিরভাগ সময়ই স্কোয়াডের বাইরে থাকতে হয় তাকে।
গত বছর সুযোগ পেয়ে বেশ কিছু ম্যাচে ভালোও করেছিলেন তিনি। তবুও ভারতের নিয়মিত সদস্য নন স্যামসন। ভারতে উইকেটকিপারদের এমন প্রতিযোগিতায় নিয়মিত সুযোগ পেতে আইপিএলে ভালো করার বিকল্প দেখছেন না শরনদ্বীপ সিং। ব্যাটে রান না করে আইপিএল জিতলেও স্যামসনের সুযোগ মিলবে না বলে মনে করেন ভারতের সাবেক নির্বাচক।
আইপিএলের সবশেষ আসরে ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন স্যামসনও। তবুও জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে ছিলেন তিনি। অভিষেকের পর ভারতের হয়ে মাত্র ১১ ওয়ানডে আর ১৭ টি-টোয়েন্টি খেলেছেন কেরালায় জন্ম নেয়া এই ক্রিকেটার। যার বেশিরভাগ ম্যাচ খেলেছেন গত বছর।

এদিকে এবারের মৌসুমে রানে আছেন ডানহাতি এই ব্যাটার। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৫৯ রান করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। যেখানে দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। স্যামসনের ভারত সুযোগ না পাওয়ার পেছনে জাতীয় দলের হয়ে অল্প সুযোগ পেয়েও জ্বলে উঠতে না পারা ও কার্তিক, পান্ত এবং ইশানদের পারফরম্যান্সকে দেখছেন তিনি।
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
৪ ঘন্টা আগে
এ প্রসঙ্গে শরণদ্বীপ বলেন, ‘আমি যখন নির্বাচক ছিলাম তখন স্যামসন ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিল। আমরা তাকে উপযুক্ত সুযোগ দিয়েছি কিন্তু সে নিজের পারফরম্যান্সের ছাপ রাখতে পারেনি। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সে মিডল অর্ডারে খেলেছে এবং তার পারফরম্যান্সও ভালো ছিল।
‘সমস্যা হলো অন্যান্য উইকেটকিপাররাও ভালো খেলতে শুরু করে। ইশান কিশান কিছুদিন আগে ডাবল সেঞ্চুরি করেছে। অবশ্যই, ঋষভ পান্ত দলে আছে। আবার গত বছর দীনেশ কার্তিকও ফিরে এসেছিল। এই কারণে আপনি মাঝে মাঝে অনেক সুযোগ পান না।’
ভারতের জাতীয় দলে স্যামসনের সুযোগ পাওয়ার পথও বাতলে দিয়েছেন শরণদ্বীপ। ভারতের সাবেক এই নির্বাচক মনে করেন, বাকি উইকেটকিপার ব্যাটারদের টেক্কা দিতে আইপিএলের এক মৌসুমে ৭০০-৮০০ রান করতে হবে। শুধু আইপিএল ট্রফি জিতলেই সুযোগ পাবে না বলে জানান তিনি।
শরণদ্বীপ বলেন, ‘আমি বিশ্বাস করি না যে আইপিএলের শিরোপা জেতা তাকে খুব বেশি সাহায্য করবে। আপনি আইপিএল জিততে পারেন কিন্তু যদি রান না করেন? সুতরাং পারফরম্যান্সই একমাত্র মানদণ্ড। আপনি যদি এই মৌসুমে ৭০০-৮০০ রান করেন তাহলে আপনি অবশ্যই সুযোগ পাবেন। আইপিএল জেতা গুরুত্বপূর্ণ তবে পারফরম্যান্সই আপনাকে সুযোগ পাইয়ে দেবে।’