promotional_ad

অর্জুনের ভালো ক্রিকেটার হওয়ার সম্ভাবনা দেখছেন রশিদ লতিফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের

৮ মার্চ ২৫
(বাম থাকে) ওয়াসিম আকরাম, রশিদ লতিফ ও ওয়াকার ইউনিস, ফাইল ফটো

পারফরম্যান্সে এখনও বলার মতো কিছু করে দেখাতে না পারলেও অর্জুন টেন্ডুলকারের মাঝে ভালো ক্রিকেটার হওয়ার সম্ভাবনা দেখছেন রশিদ লতিফ। তবে সেটার জন্য শচিন টেন্ডুলকারের ছেলের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে হবে বলে জানান পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটার।


কদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয় অর্জুনের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র দুই ওভার বোলিং করেছিলেন বাঁহাতি এই পেসার। ১৮ রান খরচা করলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।


পরের ম্যাচে অবশ্য বোলিংয়ে খানিকটা উন্নতি পরিলক্ষিত হয়। ভুবনেশ্বর কুমারের উইকেট নেয়ার সঙ্গে ২.৫ ওভারে ১৮ রান দিয়েছিলেন অর্জুন। এদিকে ভারতের রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। যদিও পরের কয়েক ম্যাচে নেই কোনো হাফ সেঞ্চুরি।


promotional_ad

তবুও শচিনের ছেলে হওয়ায় প্রায়শই আলোচনায় থাকতে হয় তাকে। আইপিএলে অর্জুনকে খেলতে দেখে বাঁহাতি এই পেসারের অ্যাকশনজনিত ভুল ধরেছেন লতিফ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মনে করেন, বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাড়তে পারে অর্জুনের গতি। সেটা যে সহজ নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।


লতিফ বলেন, ‘সে এখনও ক্যারিয়ারের শুরুর দিকে আছে। কঠোর পরিশ্রম করতে হবে তাকে। তার ‘অ্যালাইনমেন্ট’ খুব ভালো নয়, এজন্য বেশি গতি দিতে পারছে না। যদি ভালো কোনো বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ পায় সে, তাহলে তার গতি আরও বাড়তে পারে।’


‘ব্যাপারটা খুব স্পর্শকাতর, কারণ একজন খেলোয়াড়কে এই পর্যায়ে কোচিং দিয়ে বদলে ফেলা সহজ নয়। শচিন নিজেও এটা করতে পারতেন, তবে তিনি হয়তো ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভর করেছেন। বোলিংয়ের সময় ভিত্তিটা শক্তিশালী হওয়া প্রয়োজন। সে যখন ল্যান্ড করছে, সে ভেতরে আসার বদলে বাইরের দিকে সরে যায়। তার ব্যালান্স খুব ভালো নয়, যা গতিতে প্রভাব ফেলছে।’


বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও যে ভালো করেন অর্জুন। ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেটে সেটার প্রমাণ রেখেছেন তিনি। অর্জুনের মাঝে সেই সম্ভাবনাও দেখছেন লতিফ। তাই তো পাকিস্তানের সাবেক এই উইকেটকিপারের বিশ্বাস, সবকিছু ঠিকঠাক করতে পারলে ২-৩ বছরের মাঝে ভালো ক্রিকেটার হবেন অর্জুন।


লতিফ বলেন, ‘আবারও বলছি, তার ক্যারিয়ারের মাত্র শুরু। তার গতি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে (অ্যাকশন নিয়ে কাজ করলে), তার ব্যাটের হাতও ভালো। ২-৩ বছরের মধ্যে সে ভালো ক্রিকেটার হয়ে উঠতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball