promotional_ad

কোচ বলেছেন, আমি গুজরাটের অলরাউন্ডার: রশিদ

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর থেকে ব্যাটিংয়ে বিপুল উন্নতি সাধন করেছেন রশিদ খান। ব্যাট হাতে দল জেতাতে অবদানও রাখতে দেখা গেছে তাকে। এই আসরের মাঝপথে জানালেন শুধু স্পিনার হিসেবে নয়, গুজরাট টাইটান্সে একজন অলরাউন্ডার হিসেবে খেলেন তিনি।
 
বিশ্বজুড়ে ৩৯৬টি টি-টোয়েন্টি খেলেছেন রশিদ। ১২.৫৩ গড়ে রান করেছেন এক হাজার ৯৪৩। এই সংস্করণে একটি হাফ সেঞ্চুরিও আছে তার। তবে যেটা সবচেয়ে আকর্ষণীয়, তা হচ্ছে রশিদের স্ট্রাইক রেট (১৪২ এর বেশি)। 
 
বড় ধরনের ইনিংস না খেললেও নিচের দিকে নেমে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালান রশিদ, যার কারণে রান তাড়ায় বা সংগ্রহ গড়তে ভালোই উপকৃত হয় তার দল। নিজের ব্যাটিং সামর্থ্যের কথা জানা আছে রশিদেরও। গুজরাটের ব্যাটিং কোচ গ্যারি কারস্টেনকে তাই কৃতিত্ব দিচ্ছেন তিনি।
 
রশিদ বলেন, 'গ্যারি কারস্টেনের সঙ্গে আমার অভিজ্ঞতা বেশ ভালো। তিনি আমাকে আমার ব্যাটিংয়ে সাহায্য করেছেন। আশি?? (গুজরাটের হেড কোচ আশিস নেহরা) আমাকে বলেছেন, আমি দলের সঙ্গে একজন অলরাউন্ডারের ভূমিকায় আছি। তিনি বলেছেন, আমি ব্যাটিংয়ের সুযোগও পাবো।'
 
এই আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে গুজরাট। পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে যাত্রা ভালোই উপভোগ করছেন রশিদ।
 
তিনি আরও বলেন, 'ম্যাচগুলো আমাদের বেশ ভালো গিয়েছে। আমরা চারটি দলের মধ্যে সেরা তিনে আছি। আরও দুটি ম্যাচ আমরা জিততে পারতাম, যেগুলো হেরে গেছি। তবে গত বছর আমরা এমন ম্যাচও জিতেছি যা আমাদের হাতে ছিল না। এটা টি-টোয়েন্টি ক্রিকেট, এখানে আপনাকে যেকোনো পরিস্থিতি মোকাবেলার মানসিকতা রাখতে হবে।'


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা
promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball