মুস্তাফিজকে বাদ দিয়ে রুশোকে খেলাতে বলছেন মুডি!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন
৪ জুলাই ২৫
অ্যানরিখ নরকিয়া-লুঙ্গি এনগিদিরা যোগ না দেয়ায় তাড়াহুড়ো করে ভাড়া করা বিমানে করে মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম তিন ম্যাচে সুযোগ মিলেনি তার। তিন ম্যাচ পরই অবশ্য দিল্লির একাদশে সুযোগ মেলে মুস্তাফিজের।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লির একাদশে থাকলেও পারফরম্যান্সে মন ভরাতে পারেননি বাঁহাতি এই পেসার। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই তিন চারে ১৩ রান দিয়েছিলেন তিনি। তবে পরের দুই ওভারে দারুণ বোলিংয়ে করেছিলেন মুস্তাফিজ।
১০ রান দিয়ে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি করা রোহিত শর্মার উইকেটও। তাতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল্লি। নিজের শেষ ও দিল্লির ১৯তম ওভারে এসে প্রথম তিন বল ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। শেষ তিন বলে ২ ছক্কা দিলে ম্যাচ থেকে ছিটকে যায় ডেভিড ওয়ার্নারের দল।

মুম্বাইয়ের কাছে হারের দিনে ৪ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজ ছিলেন আরও খরুচে। ৩ ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এমন পারফরম্যান্সের জায়গা হারানোর শঙ্কায় বাংলাদেশের এই পেসার।
ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন স্টার্ক
৮ জুন ২৫
এদিকে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি। সবকটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার নিচের দল তারা। এমন অবস্থায় বিদেশি কোটায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন টম মুডি। যেখানে পেস বোলার একজন কমিয়ে আরও একজন ব্যাটারকে খেলাতে বলছেন তিনি।
তেমনটা হলে জায়গা হারাতে হবে মুস্তাফিজকে। কারণ পারফরম্যান্সে বাংলাদেশের এই পেসারের তুলনায় ঢের এগিয়ে নরকিয়া। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে মুডি বলেন, ‘আমার মনে হয় তাদের হাতে কোনো বিকল্প নেই। তারা দুই দুই যাচ্ছে, আমি মনে করি অন্য পথে (তিন ব্যাটার, এক বোলার) যাওয়া ছাড়া উপায় নেই।’
ব্যাটিংয়ে অর্ডারে পৃথ্বী শকে বাদ দিয়ে মিচেল মার্শকে ওপেন করাতে বলছেন মুডি। আর বোলারের জায়গায় রাইলি রুশোকে আবার খেলানোর পরামর্শ অস্ট্রেলিয়ান এই কোচের। মুডি মনে করেন, তিনে মানিষ পান্ডে এবং চারে রুশোকে খেলানো উচিত।
মুডি বলেন, ‘তিন ও চার নম্বরে আমি সবসময় রাইলি রুশো ও মানিষ পান্ডেকে প্যাড পড়িয়ে প্রস্তুত রাখতে চাই। সেরা চারে আমি সবসময় ডান-বামের সমন্বয় রাখতে চাই। মার্শ আউট হলে পান্ডে নামবে আর ওয়ার্নার আউট হলে রুশো। এরাই আমার সেরা চার।’