ছন্দ হারিয়ে লক্ষ্ণৌর কাছে হারল রাজস্থান

ছবি: সংগৃহীত

||ডেস্ক রিপোর্ট||
চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান
২০ মে ২৫
মাঝারি লক্ষ্য তাড়ায় রাজস্থান রয়্যালসকে দারুণ শুরু এনে দিয়েছিলেন যশ্বভী জয়সাওয়াল ও জস বাটলার। তবে মাঝ পথে এসে হঠাৎই ছন্দপতন হয় স্বাগতিকদের। মাত্র ১৮ রানের ব্যবধানে জয়সাওয়াল, সাঞ্জু স্যামসন ও বাটলারকে হারিয়ে বিপাকে পড়ে রাজস্থান। সেখান থেকে দলকে টেনে তুলতে পারেননি শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল আর রিয়ান পরাগরা। শেষ পর্যন্ত নাভিন উল হক, আভেষ খানদের দারুণ বোলিংয়ে ১০ রানে জিতল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
জয়পুরে ১৫৫ রান তাড়ায় রাজস্থানকে দারুণ শুরু এনে দেন বাটলার ও জয়সাওয়াল। তাদের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান তোলে স্বাগতিকরা। বাটলার খানিকটা দেখেশুনে খেললেও দ্রুত রান তুলছিলেন জয়সাওয়াল। তাদের দুজনের জমে উঠা জুটি ভাঙেন মার্কোস স্টইনিস। ডানহাতি এই পেসারের বলে কাট করতে গিয়ে আভেষকে ক্যাচ দিয়েছেন জয়সাওয়াল।

তরুণ এই বাঁহাতি ব্যাটার এদিন আউট হয়েছেন ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে। তিনে নেমে সুবিধা করতে পারেননি স্যামসন। বাটলারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়তে হয় রাজস্থানের অধিনায়ককে। রবি রবি বিষ্ণইয়ের শর্ট লেংথ ডেলিভারিতে ফাইন লেগে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন বাটলার। তবে সময় মতো স্ট্রাইক প্রান্তে পৌঁছাতে পারেননি স্যামসন।
মেন্টরের চাকরি হারাতে পারেন জহির খান
৫ জুন ২৫
অমিত মিশ্রার দারুণ ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ২ রানে ফিরে যেতে হয় ডানহাতি এই ব্যাটার। স্যামসন ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি বাটলার। স্টইনিসের শর্ট লেংথের স্লোয়ার ডেলিভারিতে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ৪০ বলে ৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় বাটলারকে।
বেশিরভাগ সময় রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের পরে ব্যাটিংয়ে আসলেও এদিন বাটলারের বিদায়ের পরই উইকেটে আসেন হেটমায়ার। তবে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচে রাজস্থানকে জেতানো বাঁহাতি এই ব্যাটার। আভেষ খানের বলে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন হেটমায়ার।
রাহুল সহজ ক্যাচ লুফে নিলে মাত্র ২ রানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এরপর শেষ তিন ওভারে রাজস্থানের ৪২ রানের সমীকরণ মেলাতে পারেননি পাডিকাল এবং পরাগ। শেষ ওভারে পাডিকাল ২৬ রান করে ফিরলে হার নিশ্চিত হয় রাজস্থানের। লক্ষ্ণৌর হয়ে আভেষ তিনটি আর স্টইনিস দুটি উইকেট নিয়েছেন।=
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লক্ষ্ণৌ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন কাইল মেয়ার্স। এ ছাড়া রাহুল ৩৯, নিকোলাস পুরান ২৯ এবং স্টইনিস ২১ রান করেছেন। রাজস্থানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।