promotional_ad

‘গোপন তথ্য ফাঁস করলে পাকিস্তানের মানুষ খেলা দেখাই ছেড়ে দেবে’

সংগৃহীত
promotional_ad

||ডেস্ক রিপোর্ট||


আরো পড়ুন

পাকিস্তান শাহীন্সের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন গুল

১৪ ঘন্টা আগে
পাকিস্তানের কোচিং করানোর সময় উমর গুল

দারুণ প্রতিভা নিয়ে পাকিস্তানের ক্রিকেটে আসলেও সেই অনুযায়ী কখনই পারফর্ম করতে পারেননি উমর আকমল। পারফরম্যান্স নয় বেশিরভাগ সময় উমর আলোচনায় থাকেন বিতর্কিত কাজের জন্য। এবার সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে হুমকি দিয়েছেন তিনি।


বিরাট কোহলির সমসাময়িক সময়ে ক্রিকেটে এসেছিলেন উমর। অনেকে কোহলির চেয়েও প্রতিভাবান মানতে পাকিস্তানের এই ক্রিকেটারকে। ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন দারুণভাবে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ডানহাতি এই ব্যাটার।


promotional_ad

ফিক্সারের কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করার পাশাপাশি প্রায়শই বিতর্কিত কাণ্ডে যুক্ত হন তিনি। উমরকে নিয়ে বেশিরভাগ সময় ট্রল হয় তার ভুলভাল ইংরেজির জন্য। টুইটার, ইনস্টাগ্রামে তার হাস্যকর পোস্ট নিয়েও ট্রলের কমতি নেই। যার ফলে সাবেক, বর্তমান অনেক ক্রিকেটারই উমরের পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


যে কারণে চটেছেন পাকিস্তানের এই ব্যাটার। শুধু তাই নয়, ক্রিকেটারদের গোপন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি। উমরের ধারণা, তার সতীর্থ এবংসিনিয়র ক্রিকেটারদের নিয়ে নোংরা গোপন কথাগুলো ফাঁস করলে পাকিস্তানের মানুষ নাকি ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দেবেন।


এ প্রসঙ্গে উমর বলেন, ‘অনেক ক্রিকেটারই আমার সম্পর্কে বলে যে আমি নাকি পরিপক্ব নই। আমি তাদের সাবধান করে দিতে চাই। দয়া করে তারা যেন আমার মুখ না খোলায়। এই ক্রিকেটারদের অনেক গোপন তথ্য আমার কাছে রক্ষিত আছে। আমি যদি কথা বলা শুরু করি, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ খেলা দেখাই ছেড়ে দেবে।’


টিকটকে প্রায়শই হাস্যকর সব ভিডিও আপলোড করেন উমর। যা নিয়ে নেটিজেনরা হাসি ঠাট্টায় মেতে উঠেন। যদিও এসব নিয়ে মানুষের কথা বলার কোনো কারণ দেখছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। উমর জানান, তার জীবন কীভাবে উপভোগ করবেন সেটার পূর্ণ স্বাধীনতা তার আছে।


উমর বলেন, ‘আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের ভাইবোনের বিয়েতে কখনো নাচ–গান করেননি? যদি কেউ নিজেদের ভাইবোনের বিয়েতে নাচ–গান না করেন, তাহলে তাঁরা তা কোথায় করবেন? রাস্তায়? দেখুন, আমার জীবন আমি কীভাবে উপভোগ করব, তার পূর্ণ স্বাধীনতা আমার আছে। কারও এ ব্যাপারে কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball