ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হারিস-জয়াসুরিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই সহজ জয় পেয়েছিল পাকিস্তান। দুই ম্যাচেই ৪টি করে উইকেট নিয়ে পাকিস্তানের সহজ জয়ে অবদান রেখেছিলেন হারিস রউফ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান হারলেও হারিস নিয়েছিলেন ২ উইকেট।
এমন পারফরম্যান্সের পর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন এই পাকিস্তানি পেসার। টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন স্বদেশী শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে।

গত সপ্তাহেই তিনি পেছনে ফেলেছিলেন আফ্রিদিকে। এবার তিনি পেছনে ফেলে দিয়েছেন শাদাবকে (১৩ নম্বরে)। আফ্রিদি দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ১৫ নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার। তিনি ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জয়াসুরিয়া। তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করেছেন। ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠে এসেছেন এই লঙ্কান স্পিনার। টেস্টের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন জয়াসুরিয়াই।
আইরিশদের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন রমেশ মেন্ডিস। টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন মার্নাস ল্যাবুশেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে। তিনি এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন। তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১৭৯ রানের ইনিংস। আরেক সেঞ্চুরিয়ান দীনেশ চান্দিমাল ১৪ নম্বরে উঠে এসেছেন ৪ ধাপ এগিয়ে।