মুস্তাফিজদের ৯ ম্যাচের চ্যালেঞ্জ দিলেন গাঙ্গুলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে জয় খরা কাটিয়ে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু
২৫ মিনিট আগে
আইপিএলের এবারের আসরের শুরুটা যে করেই হোক ভুলে যেতে চাইবে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেললেও কোনো পয়েন্টের মুখ দেখতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। আর মাত্র দুটি ম্যাচ হারলেই প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়তে হবে দিল্লিকে।
এমন অবস্থায় বাকি ৯টি ম্যাচেই জয়ের বিকল্প নেই দলটির সামনে। এমন অবস্থায় বাকি ম্যাচগুলোতে জেতার লক্ষ্য নিয়েই দলটি মাঠে নামবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন কোয়ালিফাই করা না করা নয়। দিল্লির লক্ষ্য এখন জয়ের জন্য খেলা। এমন বার্তাই তিনি পৌঁছে দিয়েছেন মুস্তাফিজুর রহমানদের কানে।

তিনি বলেছেন, ‘যা হয়েছে এর চেয়ে খারাপ কিছু সম্ভব না, তাই আমরা শুধু এর চেয়?? উন্নতিই করতে পারি। এখনো নয়টা ম্যাচ বাকি আছে। আমরা বাকি থাকা নয় ম্যাচের নয়টাতেই ম্যাচেই জিততে পারি। কোয়ালিফাই করতে পারলাম কি পারলাম না সেটা এই মুহূর্তে সেটা বিষয় না। আমরা নিজেদের দিকে তাকাই, আমাদের জন্য খেলি, নিজেদের মানের জন্য খেলি।’
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
দিল্লি ডাগ আউটে গাঙ্গুলি ছাড়াও রয়েছেন রিকি পন্টিং, শেন ওয়াটসনের মতো এক সময়ের তারকারা। এমনকি দলে রয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে কয়েকজন। এমন দল পেয়েও পারফর্ম করতে না পারায় কিছুটা হতাশ গাঙ্গুলি।
বিশেষ করে অধিনায়ক ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারপাশে। এমন অবস্থায়ও অধিনায়কের পাশে দাঁড়াচ্ছে দিল্লি। এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আমাদের ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে। অধিনায়ককে সমর্থন দিতে হবে, প্রত্যেক ক্রিকেটারকেই সমর্থন দিতে হবে। পরের ম্যাচে আমরা আবার নতুন করে শুরু করব।’
পাঁচ ম্যাচ খেলে ফেলা দিল্লি অন্তত চারটি ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। এমন পারফরম্যান্সের কারণে দলটির ম্যানেজমেন্ট নিয়েও সমালোচনা হচ্ছে বেশ। তবে বাজে ফর্ম পেছনে ফেলে গাঙ্গুলির কথায় দলটি অনুপ্রেরণা পায় কিনা সেটাই দেখার বিষয়।