promotional_ad

উইজডেনের বর্ষসেরা স্টোকস, টি–টোয়েন্টির সেরা সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
আগেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছিলেন বেন স্টোকস। এবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ -এর খেতাব দেয়া হলো। অর্থাৎ উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন এই অলরাউন্ডার। গত চার বছরে এ নিয়ে তিনবার এই খেতাব পেয়েছেন স্টোকস। একইদিনে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। আর দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি।
 
টেস্ট ক্রিকেটে পুরো বছরই পারফর্ম করেছেন স্টোকস। ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া এই অলরাউন্ডার পারফর্ম করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও। পাকিস্তানের বিপক্ষে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নেতৃত্ব। 
 
কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তার জুটিতে ইংল্যান্ড দল আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে। স্টোকসের অধীনে থাকা আগ্রাসী ইংল্যান্ড গত বছরে ১০ টেস্টের মধ্যে ৯টিতেই জয়ের দেখা পেয়েছে।
 
গত বছর ১৫ টি টেস্ট খেলে ইংল্যান্ড। এর সবগুলোতেই দলে ছিলেন স্টোকস। ম্যাচগুলোতে ব্যাট হাতে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে বছরের তৃতীয় সর্বোচ্চ ৮৭০ রান করেন তিনি। পুরো বছরে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেন দুটি সেঞ্চুরি।
 
বোলিংয়েও উজ্জ্বল পারফরম্যান্স স্টোকসের। ৩১.১৯ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ ও ২০২০ সালেও সেরা হয়েছিলেন স্টোকস। তিনি ছাড়া তিনবার সেরা হতে পেরেছেন শুধুমাত্র বিরাট কোহলি। ভারতের ব্যাটিং গ্রেট অবশ্য টানা তিনবার ‘লিডিং ক্রিকেটার’ হতে পেরেছিলেন (২০১৬-২০১৮)। 
 
টি-টোয়েন্টিতে সেরার স্বীকৃতি পাওয়া সূর্যকুমার গত বছর ৩১টি ম্যাচে ৪৬.৫৬ গড়ে এক হাজার ১৬৪ রান করেন । টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটারের এক বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান তোলা সূর্যকুমার গত বছরে হাঁকান ৬৮টি ছক্কা।
 
এদিকে এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ম্যাচ জেতানো জনি বেয়ারস্টো হয়েছেন ‘উইজডেন ট্রফি উইনার’। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া এ পুরস্কারটি এবারই চালু করেছে উইজডেন। আর এবারই বাজিমাত করলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি
promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball