ইফতিখারের অমন ঝড়ের পরও পাকিস্তানের হার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচটা প্রায় জিতিয়েই দিয়েছিলেন ইফতিখার আহমেদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জিততে শেষ তিন বলে দরকার ছিল মাত্র ৫ রান। কিন্তু জিমি নিশামের করা শেষ ওভারে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান ইফতিখার। পরের দুই বলে রান নিতে ব্যর্থ হন হারিস রউফও। আর তাতে নিউজিল্যান্ড জিতল ৪ রানে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে জিতল দলটি।
১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮৮ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শুরুর দিকের ব্যাটারদের মধ্যে ফখর জামান ১৭, শাদাব খান ১৬ এবং সায়েম আইয়ুব ১০ রানে ফিরে যান।
তারপর তিনটি চার ও ছয়টি ছক্কায় ২৪ বলে ৬০ রানের ইনিংস খেলে পাকিস্তানকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন বর্ষীয়ান এই ব্যাটার। ১৪ বলে ২৭ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছিলেন ফাহিম আশরাফও।
কিন্তু শেষটা ভালো হলো না। নিশামের সেই ওভার শেষে জয়ের হাসি হাসল কিউইরাই। সফরকারিদের হয়ে তিনটি উইকেট নেন নিশাম। দুটি করে উইকেট নেন অ্যাডাম মিলনে এবং রাচিন রবীন্দ্র।
এর আগে নিউজিল্যান্ডের রান ১৬৩ তে পৌঁছে দেয়ার পেছনে বর ভূমিকা রাখেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। এ দিন তার ব্যাটে আসে ৪৯ বলে ৬৩ রান। এছাড়া ড্যারিল মিচেলের ব্যাটে আসে ২৬ বলে ৩৩ রান।
উইল ইয়াং ১৭, মার্ক চ্যাপম্যান ১৬ এবং নিশামের ব্যাটে আসে ১০ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। এ ছাড়া শাদাব খান নেন একটি উইকেট।
আরো পড়ুন
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
৬ ঘন্টা আগে
