promotional_ad

হাবিবুরের সেঞ্চুরিতে জয় পেল গাজী গ্রুপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এনসিএল টি-টোয়েন্টিতে ছক্কা-চারে যাদের ব্যাটে আলোর ছোঁয়া

২৪ ডিসেম্বর ২৪
ব্যাটিংয়ে এনসিএল টি-টোয়েন্টিতে সেরা পাঁচ, ক্রিকফ্রেঞ্জি

এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফলে সুপার লিগ পর্বের আগে শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল না দলটির কাছে। অন্যদিনে শাইনপুকুরের জন্য ছিল ম্যাচটি বাঁচা-মরার। অবশ্য এই ম্যাচে লড়াই করতে ব্যর্থ হয়েছে দলটি। 


এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৩ রান করেছিল গাজী গ্রুপ। জবাবে খেলতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। এর ফলে ১৫৬ রানের বিশাল জয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।


এই ম্যাচে গাজীর জয়ের নায়ক হাবিবুর রহমান সোহান। বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫৮ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় শাইনপুকুর। এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। পঞ্চম উইকেটে অমিন হাসান ও তাজিবুল ইসলাম মিলে ৭১ রানের জুটি গড়ে কিছুটা বিপর্যয় সামাল দিয়েছিলেন।


promotional_ad

অমিত ৫৬ বলে ৪০ রানে আউট হয়েছেন। এক প্রান্ত আগলে রেখেছিলেন তাজিবুল। তবে অন্যপ্রান্ত থেকে কোনো সঙ্গই পাননি তিনি। দলের নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৯ রান। এর ফলেই ১৭৭ রান পর্যন্ত যেতে পারে শাইনপুকুর।


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

শাইপুকুরের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধস নামিয়েছেন এনামুল হক। এই পেসার একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। টিপু সুলতান দুটি ও হাবিব মেহেদী একটি উইকেট নিয়েছেন।


এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না গাজীরও। দলীয় ২৫ রানের মধ্যেই তারা হারায় দুই ওপেনারকে। মেহেদী মারুফ আউট হন রানের খাতা খোলার আগেই। ফরহাদ হোসেন ফেরেন ৫ রান করে। তৃতীয় উইকেটে সোহান ও রবি তেজা মিলে ১০৬ রান যোগ করেন। 


রবি সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন ৯০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৮৫ বলে ৬ চার আও ৪ ছক্কায়। অবশ্য সোহান তুলে নিয়েছেন সেঞ্চুরি। তিনি ৬৬ বলে ১০১ রান করে ফিরেছেন। তার ইনিংস জুড়ে ছিল ১৪টি চার ও ছয়টি ছক্কার মার। 


শেষের দিকে মেহরাব হোসেনের ৪৮, এনামুল হকের ২৭ আর আকবর আলীর ২৬ রানে ভর করে ৮ উইকেটে ৩৩৩ রানে থামে গাজীর ইনিংস। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইক??ট নেন মাসুম খান টুটুল। হাসান মুরাদ নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নেনে মেহেদী হাসান রানা ও নাবিল সামাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball