সৌরভকে দিল্লির ডাগআউট ছাড়তে বলছেন শাস্ত্রী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ
২৬ মার্চ ২৫
ব্যাটিং ব্যর্থতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকা রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি আর শেন ওয়াটসনদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বীরেন্দর শেবাগ। এবার সৌরভকে দিল্লির ডাগ আউট ছাড়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।
শিরোপা জিততে না পারলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ কয়েক আসরে দারুণ পারফর্ম করে চলেছে দিল্লি। পন্টিংয়ের অধীনে টুর্নামেন্টের ফাইনালও খেলেছে তারা। আইপিএলের সবশেষ চার আসরের তিনটিতে প্লে অফ খেলা দিল্লির অবস্থা এবারের মৌসুমে যাচ্ছে তাই।

সড়ক দুর্ঘটনার কারণে আইপিএল থেকে ছিটকে পড়া ঋষভ পান্তের পরিবর্তে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। ক্রিকেট ডিরেক্টর হিসেবে সৌরভ আর সহকারী কোচ হিসেবে দিল্লির সঙ্গে আছেন ওয়াটসন ও অজিত আগারকার।
‘ব্যর্থতা নিয়ন্ত্রণ করতে পারলেই বৈভব সফল হবেন’, ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
২৭ এপ্রিল ২৫
তবুও নিজেদের হারিয়ে খুঁজছে দিল্লি। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে তারা। আর দুটি ম্যাচ হারলেই প্লে অফ খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে মুস্তাফিজুর রহমানদের। দিল্লির টানা হারের পর সৌরভকে খোঁচা দিয়েছেন শাস্ত্রী।
ধারাভাষ্য দেয়ার সময় ভারতের সাবেক প্রধান কোচ বলেন, ‘লড়াই করে হারা এক জিনিস, প্রতিপক্ষের কাছে পাত্তা না পাওয়া আরেক জিনিস। সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর দলের হারগুলো ঠিক হার নয়, এগুলো রীতিমতো হাতুড়িপেটা। তার উচিত ডাগআউট ছেড়ে ওপরতলায় চলে আসা। অবশ্যই এটা নিয়ে তার ভাবা উচিত।’
পন্টিং এবং ওয়ার্নারের হারের অভ্যাস না থাকায় ব্যর্থতা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাচ্ছে না বলে জানান শাস্ত্রী। তিনি বলেন, ‘দিল্লির সমস্যা হলো ওদের প্রধান কোচ পন্টিং ও অধিনায়ক ওয়ার্নারের হারের অভ্যাস নেই। টানা হারতে থাকায় ওরা জেতার উপায় বের করতে পারছে না।’