ক্রিকেটারদের অভিযোগে ডিপিএলের সূচিতে পরিবর্তন চান সুজন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
প্রখর রোদ ও তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশের মানুষ। গেল কদিনে তাপপ্রবাহের তীব্রতা ক্রমশই বেড়ে চলেছে। এমন অবস্থার মাঝেও ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এত গরমের মাঝে খেলা চালিয়ে যাওয়ায় অভিযোগ করছেন ক্রিকেটাররা।
বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন। এমন গরমের মাঝেও যেসব ক্রিকেটার মাঠে খেলছেন এবং যারা ম্যাচ পরিচালনা করছেন তাদের ধন্যবাদ দিয়েছেন আবাহনী লিমিটেডের প্রধান কোচ। এটা যে সহজ নয় সেটাও স্বীকার করেছেন তিনি।

সিটি ক্লাবকে ৫ উইকেটে হারানোর দিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘খুবই কঠিন (এই গরমে খেলা)। কোনো সন্দেহ নেই যে খুব কঠিন। ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদের দিই, যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। এই গরমে এটা মোটেও সহজ না।’
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
২৯ এপ্রিল ২৫
তিনি আরও বলেন, ‘ছেলেরা আজকে বারবার অভিযোগ করছিল যে অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এই গরমেই খেলতে হয় সব সময়।’
প্রতি বছরে মার্চের মাঝামাঝি শুরু হয় বাংলাদেশের অন্যতম সেরা এই ঘরোয়া টুর্নামেন্ট। যা শেষ হয় এপ্রিল নাগাদ। যে সময়টায় বাংলাদেশে বরাবরই রোদের প্রখরতা ও গরম থাকে। বছরের পর বছর এমন সময়ে ডিপিএল হয়ে আসলেও সেই সূচিতে পরিবর্তন চান সুজন।
তিনি বলেন, ‘প্রতি বছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়। এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে, আমি বিপিএলের আগেও এগিয়ে রাখি এটাকে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। টিভিতে দেখায় না ঠিক আছে। কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে ‘
‘আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আরেকটু আগে এটা শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি, তাহলে ভালো হয়। রমজান চলছে, অনেকে রোজা রাখতে পারছে না, অনেকে রোজা রেখে খেলছে। দিন শেষে সবাই পেশাদার হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু আমি মনে করি এ গরমটা খুব কঠিন।’