promotional_ad

ক্রিকেটারদের অভিযোগে ডিপিএলের সূচিতে পরিবর্তন চান সুজন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

প্রখর রোদ ও তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশের মানুষ। গেল কদিনে তাপপ্রবাহের তীব্রতা ক্রমশই বেড়ে চলেছে। এমন অবস্থার মাঝেও ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এত গরমের মাঝে খেলা চালিয়ে যাওয়ায় অভিযোগ করছেন ক্রিকেটাররা।


বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন। এমন গরমের মাঝেও যেসব ক্রিকেটার মাঠে খেলছেন এবং যারা ম্যাচ পরিচালনা করছেন তাদের ধন্যবাদ দিয়েছেন আবাহনী লিমিটেডের প্রধান কোচ। এটা যে সহজ নয় সেটাও স্বীকার করেছেন তিনি।


promotional_ad

সিটি ক্লাবকে ৫ উইকেটে হারানোর দিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘খুবই কঠিন (এই গরমে খেলা)। কোনো সন্দেহ নেই যে খুব কঠিন। ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদের দিই, যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। এই গরমে এটা মোটেও সহজ না।’


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

তিনি আরও বলেন, ‘ছেলেরা আজকে বারবার অভিযোগ করছিল যে অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এই গরমেই খেলতে হয় সব সময়।’


প্রতি বছরে মার্চের মাঝামাঝি শুরু হয় বাংলাদেশের অন্যতম সেরা এই ঘরোয়া টুর্নামেন্ট। যা শেষ হয় এপ্রিল নাগাদ। যে সময়টায় বাংলাদেশে বরাবরই রোদের প্রখরতা ও গরম থাকে। বছরের পর বছর এমন সময়ে ডিপিএল হয়ে আসলেও সেই সূচিতে পরিবর্তন চান সুজন।


তিনি বলেন, ‘প্রতি বছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়। এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে, আমি বিপিএলের আগেও এগিয়ে রাখি এটাকে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। টিভিতে দেখায় না ঠিক আছে। কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে ‘


‘আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আরেকটু আগে এটা শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি, তাহলে ভালো হয়। রমজান চলছে, অনেকে রোজা রাখতে পারছে না, অনেকে রোজা রেখে খেলছে। দিন শেষে সবাই পেশাদার হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু আমি মনে করি এ গরমটা খুব কঠিন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball