বোলিংয়ে জাদু দেখানোর পর ব্যাটিংয়ে নাসিরের সেঞ্চুরি

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
৫ ঘন্টা আগে
উসমান খান, সাদমান ইসলাম ও জহুরুল ইসলামের হাফ সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের রান প্রায় তিনশ ছুঁইছুঁই। তবে বল হাতে নাসির হোসেন ১০ ওভারে দিলেন মোটে ২০ রান। বল হাতে জাদু দেখানোর পর ব্যাটিংয়েও ঝলক দেখিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। খেলেছেন ৯৮ বলে অপরাজিত ১১২ রানের অনবদ্য ইনিংস। নাসিরের সেঞ্চুরির সঙ্গে মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৭৪ রান তাড়ায় শুরুটা প্রত্যাশিত করতে পারেনি ইয়াসির আলী রাব্বির দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ শরিফুল্লাহকে উইকেট দেন প্রান্তিক নওরোজ নাবিল। তরুণ এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ১ রান করে। এরপর অবশ্য প্রাইম ব্যাংককে টেনে তোলেন শাহাদাত হোসেন দিপু ও মিঠুন।

তারা দুজনে মিলে যোগ করেন ৭৮ রান। তবে দিপুর বিদায়ে ভাঙে তাদের জুটি। মোহাম্মদ ইলিয়াসের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে থাকা শরিফুল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তরুণ এই ব্যাটার করেছেন ৪০ বলে ৩৫ রান। দিপুর বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নেন মিঠুন।
৫১ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন এনামুল হককে উইকেট দিয়েছে। হাফ সেঞ্চুরি পাওয়া মিঠুনের ব্যাট থেকে এসেছে ৫০ রান। এরপর মুশফিককে নিয়ে এগিয়ে যেতে থাকেন নাসির। নিজেকে খানিকটা মানিয়ে নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন চারে নামা এই ব্যাটার।
হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৬৯ বলে। মুশফিক হাফ সেঞ্চুরি করেছেন ৫৭ বলে। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। আসাদুজ্জামান পায়েলের বলে স্টাম্পিং হয়ে ফিরেছেন ৫৩ রান করা এই ব্যাটার। মুশফিক আউট হলেও সেঞ্চুরি তুলে নেন নাসির।
প্রথম ৬৯ বলে ৫০ করা নাসির পরের পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ২৪ বলে। তাতে ইলিয়াসের বলে ছক্কা মেরে ৯৩ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটের নবম সেঞ্চুরি তুলে নেন নাসির। ১২ চার ও ৩ ছক্কায় শেষ পর্যন্ত ৯৮ বলে ১১২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। তাকে সঙ্গ দেয়া ইয়াসির করেছেন ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২৭৩ রান তোলে অগ্রণী ব্যাংক। দলটির হয়ে সাদমান ৬২, জহুরল ৫৮, উসমান ৫৩, আবু হায়দার রনি অপরাজিত ৩৬ ও মার্শাল আইয়ুব করেছেন ৩৪ রান। প্রাইম ব্যাংকের হয়ে তাইজুল ইসলাম দুটি উইকেট নিয়েছেন।