promotional_ad

রিশাদের ঘূর্ণির পর শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদের লাহোরকে হেসেখেলে হারাল বাবরের পেশাওয়ার

২৫ এপ্রিল ২৫
উইকেটহীন দিন কাটালেন রিশাদ ,ফেসবুক থেকে

আবাহনী লিমিটেডের স্পিনারদের দাপটের সামনে একাই লড়েছিলেন তৌফিক খান তুষার। ডানহাতি এই ব্যাটারের ৭৯ রানের ইনিংসের পরও রিশাদ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতদের দারুণ বোলিংয়ে মাত্র ১৭২ রানে আটকে যায় সিটি ক্লাব। সহজ লক্ষ্য তাড়ায় নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পায় আবাহনী।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ১৭৩ রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় আবাহনী। রবিউল হকের বলে টপ এজ হয়ে থার্ডম্যানে থাকা তৌফিককে ক্যাচ দিয়েছেন নাইম শেখ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই ওপেনার আউট হয়েছেন কোনো রান না করেই।


promotional_ad

আরেক ওপেনার এনামুল হক বিজয় সাজঘরে ফিরেছেন পরের ওভারে। আসিফ হাসানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে এজ হয়ে উইকেটকিপার শাহরিয়ার কমলকে ক্যাচ দিয়েছেন ১ রান করা এই ব্যাটার। ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আবাহনী। এরপর প্রতিরোধ গড়ে তোলেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে হার ফাহিমের কাছে ‘পেইনফুল—বিব্রতকর’

২৪ এপ্রিল ২৫
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

শুরুতে উইকেট হারালেও দারুণ ব্যাটিংয়ে ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। এদিকে জয়ের সঙ্গে গড়ে তোলেন শতরানের জুটি। যদিও জুটি শতরান পেরোতেই সেটি ভাঙেন রবিউল। ডানহাতি এই পেসারের বলে ডিপ মিড উইকেট ক্যাচ দিয়ে জয় ফিরলে ভাঙে তাদের ১০৫ রানের জুটি। জয়ের ব্যাট থেকে এসেছে ৬৯ বলে ৩৯ রান।


একই ওভারের শেষ বলে রবিউলকে উইকেট দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। এদিন সুবিধা করতে পারেননি মোসাদ্দেকও। ১১ রান করা ডানহাতি এই ব্যাটারও উইকেট দিয়েছেন রবিউলকে।


দ্রুত তিন উইকেট হারালেও রিশাদকে সঙ্গে নিয়ে আবাহনীর নিশ্চিত করেন শান্ত। সেই সঙ্গে ১০৯ বলে সেঞ্চুরিও পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত শান্ত অপরাজিত ছিলেন ১০২ রানে। রিশাদ অপরাজিত ছিলেন ১৪ বলে ১২ রানে। সিটি ক্লাবের হয়ে রবিউল চারটি ও আসিফ নিয়েছেন একটি উইকেট।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৭২ রানে অল আউট হয় সিটি ক্লাব। তাদের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেছেন তৌফিক। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন ২২ ও আসিফ আহমেদ রাতুল ১৭ রান করেছেন। আবাহনীর হয়ে একাই চার উইকেট নিয়েছেন রিশাদ। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক ও তানভির ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball