আইয়ারের সেঞ্চুরির পরও কলকাতার হার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
আইপিএলের প্রথম আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এরপর প্রতি মৌসুমেই সেঞ্চুরির দেখা পেয়েছে আইপিএল। সবশেষ ১৫ বছরে সেঞ্চুরি করতে পারেননি কলকাতার কোনো ব্যাটার। অবশেষে সেই খরা কাটিয়েছেন ভেঙ্কেটেশ আইয়ার।
খুনে ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি। এমন দিনেও জয় পাওয়া হয়নি কলকাতার। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগে ব্যাটিং করে ১৮৫ রান তোলে নীতিশ রানার দল। ঘরের মাঠে এমন লক্ষ্য তাড়ায় মুম্বাইকে ৫ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন ইশান কিশান, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।

জয়ের জন্য ১৮৬ রান তাড়ায় মুম্বাইয়ে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা ও ইশান। পেটের পীড়াজনিত সমস্যার কারণে মূল একাদশে না থাকলেও পরবর্তীতে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাটিং করেন রোহিত। এদিন মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার। শুরু থেকেই কলকাতার বোলারদের ওপর চড়াও হন মুম্বাইয়ের দুই ওপেনার।
কোহলি-ক্রুনালের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
১৫ ঘন্টা আগে
তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন সুয়াশ শর্মা। তরুণ এই লেগ স্পিনারের বলে কভার ও মিড অফের মাঝখান দিয়ে খেলতে চেয়েছিলেন রোহিত। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে উমেশ যাদব দারুণ এক ক্যাচ লুফে নিলে সাজঘরে ফিরতে হয় রোহিতকে। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ১৩ বলে ২০ রান করে।
এদিকে পাওয়ার প্লেতে এদিন ১ উইকেট হারিয়ে ৭২ রান তোলে মুম্বাই। দারুণ ব্যাটিংয়ে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ইশান। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ইশানের ঝড় থামান বরুণ চক্রবর্তী। রহস্যময় এই স্পিনারের বলে স্লগ করতে গিয়ে বোল্ড হয়েছেন ২৫ বলে ৫৮ রান করা এই ব্যাটার।
এরপর সূর্যকুমার ও তিলক মিলে মুম্বাইয়ের জয়ের পথ আরও সুগম করেন। সূর্যকুমার ২৫ বলে ৪৩ আর তিলক ৩০ রান করে ফিরলেও শেষ দিকে ১৩ বলে ২৪ রান করে জয় নিশ্চিত করেন টিম ডেভিড। কলকাতার হয়ে দুটি উইকেট নিয়েছেন সুয়াশ শর্মা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কলকাতা। তাদের হয়ে সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস খেলেছেন ভেঙ্কেটেশ আইয়ার। এ ছাড়া আন্দ্রে রাসেল ২১ ও রিংকু সিং ১৮ রান করেছেন। মুম্বাইয়ে হয়ে দুটি উইকেট নিয়েছেন হৃতিক শোকেন। এদিন মুম্বাইয়ের জার্সিতে অর্জুন টেন্ডুলকারের অভিষেক হলেও ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।