‘ম্যাচ জেতায় আম্পায়ারিং নিয়ে অভিযোগ করেন না ক্রিকেটাররা’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিদ্ধান্ত বদলাতে শরফুদ্দৌলাকে অনুরোধ করবে বিসিবি
১৭ ঘন্টা আগে
কদিন আগে হয়ে যাওয়া সিটি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের ঘটনা, আসিফ হাসানের গুড লেংথে পড়ে বেরিয়ে যাওয়া বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ নেই ক্রিকেটারদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরাসরি সম্প্রচার করায় মাঠের বাইরে থেকে দেখার সুযোগ আছে।
সেটা যদিও কেবল সমর্থকদের জন্যই বলা যায়। সেদিন আম্পায়ারের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি মিরাজ। মোহামেডানের এক টিম বয়ের মোবাইল নিয়ে ইউটিউব থেকে সাকিবকে সেই আউটের রিপ্লে দেখাচ্ছিলেন এই অলরাউন্ডার। ম্যাচ রেফারির কাছেও অভিযোগ করেছেন। তবে কাজের কাজ হয়নি কিছুই। উল্টো অসদাচরণের জন্য জরিমানা গুনতে হয়েছে তাকে। আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে আরও বেশ কয়েকটি ম্যাচে।
যদিও আম্পায়ার্স কমিটির কাছে অলিখিত কোনো অভিযোগ জানাননি ক্রিকেটাররা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। সেই তিনি এও জানিয়েছেন, আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টির কথা গণমাধ্যমের কাছ থেকে শুনেছেন।

মিঠু বলেন, ‘আপনি যদি আমাদের কাছে অভিযোগ না করেন আমি কীভাবে জানবো সমস্যাটা আছে? সবাই ম্যাচ জিতে যায়, এসব নিয়ে আর কথা বলে না। একটাও কিন্তু অভিযোগ আসেনি। আমরা জানতে পেরেছি কিন্তু আপনাদের কাছ থেকে। আমি বলবো না যে পারফেক্ট, এ বছর কিছু সিদ্ধান্তে কিছু বিতর্ক ???ৈরি হয়েছে।’
আবার নিষিদ্ধ হৃদয়, খেলা হচ্ছে না আবাহনীর বিপক্ষে
২৬ এপ্রিল ২৫
‘আমি মনে করি ডিআরএস থাকলে এসব হতো না। আমাদের আরো অনেক কাজ করতে হবে। আম্পায়ারদের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এখানে আমাদের এলিট আম্পায়াররাও ভুল করছে, করবে। এটা পার্ট অব দ্য গেম। আমি মনে করি আমাদের আম্পায়ারদের আত্মবিশ্বাস একটু কম। আত্মবিশ্বাস ও ম্যাচ ম্যানেজমেন্ট, এ দুইটা জায়গায় আমাদের প্রচুর কাজ করতে হবে।’
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পারে মাঠে প্রায়শই ক্রিকেটাররা অসদাচরণ করে বসছেন। ক্রিকেটারদের এমন আচরণ থামাতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সঙ্গে আলোচনা করে আচরণবিধির কিছু নিয়ম সংযোজন করতে চান মিঠু। সেই সঙ্গে মাঠে ক্রিকেটারদের ঠাণ্ডা থাকতে বলছেন তিনি।
মিঠু বলেন, ‘খেলোয়ড়রাও কিন্তু রিয়্যাক্টটা বেশি করছে। যেটা নর্মসের বাইরে। সিসিডিএমের সঙ্গে আলোচনা করে আমাদের আচরণবিধির কিছু নিয়ম সংযোজন করতে হবে। প্লেয়ারদেরও ঠাণ্ডা হতে হবে। এরকম রিয়্যাকশন আপনি করতে পারেন না মাঠে। ভুল করছে আম্পায়ার...। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারে, এসব ইচ্ছেকৃত সিদ্ধান্ত না।’
তিনি আরও বলেন, ‘আমরাও যখন খেলতাম প্রেশার ট্যাকটিকস ব্যবহার করতাম। এটা কিন্তু প্লেয়াররা করবেই। কিন্তু তখনকার নিয়ম ও এখনকার নিয়মে আকাশ পাতাল বদলেছে। আপনি অসন্তোষ প্রকাশ করলেই ফাইন। আমাদেরও আস্তে আস্তে ওই লেভেলে যাচ্ছে। যেরকম দেখেন, মিরাজের ঘটনাতেও সর্বোচ্চ জরিমানা করা হয়েছে।’