ভারতীয়দের ‘নির্বাক’ বানিয়ে খুশি ব্রুক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
এবারের আইপিএলে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন হ্যারি ব্রুক। মৌসুমের প্রথম তিন ম্যাচে অবশ্য আশানরুপ কিছুই করতে পারেননি তিনি। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনায় মুখরিত ছিল ভারতীয়রা। নিজের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠেন তরুণ এই ব্যাটার। তুলে নেন সেঞ্চুরি। অবিশ্বাস্য এই ইনিংসের পর ব্রুক জানালেন, ভারতীয় সমর্থকদের 'চুপ করিয়ে দিতে পারায়' দারুণ আনন্দিত তিনি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক হয় ব্রুকে। সেই ম্যাচে চার নম্বরে নেমে ২১ বলে ১৩ রান করেন ইংলিশ এই হার্ডহিটার ব্যাটার। পরের ম্যাচে পাঁচ নম্বরে নামেন তিনি, করেন মোটে ৩ রান।

তৃতীয় ম্যাচে অবশ্য তাকে ওপেনিংয়ে নামায় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। এই ম্যাচে ১৪ বলে ১৩ রান করেন তিনি। তারপর কলকাতার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ভারতীয়দের 'নির্বাক' বানানোর ম্যাচে ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তার দলও জিতে ২৩ রানে!
কোহলি-ক্রুনালের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
১৫ ঘন্টা আগে
ম্যাচজয়ী ইনিংস খেলে ব্রুক বলেন, 'প্রথম কয়েক ম্যাচের পর সত্যি বলতে নিজের ওপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম। সামাজিক মাধ্যমে ঢুকলেই দেখতাম সবাই আমাকে বলছে ‘রাবিশ।’ নিজেকে নিয়েও সংশয় জাগে এসব সময়ে।'
'তবে আজ মাঠে নেমেছিলাম কিছু পরোয়া না করার মানসিকতা নিয়ে। সৌভাগ্যবশত সেটাই কাজে লেগেছে। জবাব দেওয়ার এটাই আসলে সবচেয়ে সেরা পথ। ভারতীয় সমর্থকদের অনেকেই আজকে আমাকে বলবেন ‘দারুণ করেছো।’ অথচ তারাই কয়েকদিন আগে আমার সমালোচনা করছিল। তাদেরকে চুপ করিয়ে দিতে পেরে সত্যি কথা বলতে আমি খুশি।'
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ব্রুকের দ্বিতীয় সেঞ্চুরি। হায়দরাবাদের হয়ে বিভিন্ন পজিশনে ব্যাটিং করে ওপেনিংয়ে থিতু হলেও, দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে রাজি ইংলিশ এই ক্রিকেটার।
ব্রুক আরও বলেন, 'অনেকেই বলেন যে, টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সেরা সময় ওপেনিং। স্রেফ দুজন ফিল্ডার বৃত্তের বাইরে থাকে। আমি অবশ্য যে কোনো জায়গায় ব্যাট করতে পারলেই খুশি। যদিও নিজের নাম করেছি আমি ৫ নম্বরে ব্যাট করেই, টি-টোয়েন্টিতেও এখানে ভালো করেছি।'