রিঙ্কু প্রতিদিন খেলে দেবে না: নীতিশ রানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে যেকোনো দলই ৩০০ করতে পারে: রিঙ্কু
২৭ এপ্রিল ২৫
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মোটেও ভালো বোলিং করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। বাজে বোলিংয়ের কারণে ম্যাচ হেরেছে দলটি। ম্যাচ হারের পর বোলারদেরই দায় দিচ্ছেন নীতিশ রানা। একইসাথে কলকাতার অধিনায়ক মনে করিয়ে দিলেন, প্রতি ম্যাচেই ভালো ফিনিশিংয়ে জিততে পারবে না কলকাতা।
গত ম্যাচের আগের ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জিতিয়েছেন রিঙ্কু সিং। সেই ম্যাচে ২১ বলে অপরাজিত ৪৮ রান করেন তিনি। তার আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করেন ৩৩ বলে ৪৬ রান।

হায়দরাবাদের বিপক্ষেও চারটি ছক্কা এবং চারটি চারে ৩১ বলে অপরাজিত ৫৮ রান করেছিলেন রিঙ্কু। নিতিশের ৪১ বলে ৭৫ রানের ইনিংসের পর রিঙ্??ুর কারণেই শেষ পর্যন্ত ম্যাচেও টিকে ছিল কলকাতা। যদিও ২২৯ রানের লক্ষ্য তাড়ায় ২৩ রানে হেরেছে কলকাতা।
নীতিশ বলেন, 'একটা বাজে দিন যেতে পারে। সেদিন হয়তো রিঙ্কু ভালো খেলবে, তবে সে প্রতিদিন খেলে দেবে না। আমরা খুবই ভালো ব্যাটিং করেছি আজ। আমরা সামনেও এমনটা করতে চাই। ফলাফলের ব্যাপারে আপনি কখনোই বলতে পারবেন না।'
মূলত বোলারদের পারফরম্যান্সে বিরক্ত নীতিশ। কলকাতার বোলারদের মধ্যে হায়দরাবাদের বিপক্ষে কেবল সুনীল নারিনই ওভার প্রতি ৭ রান করে দিয়েছেন। বাকিরা প্রত্যেকেই ওভার প্রতি দিয়েছেন দশের বেশি রান।
উমেশ যাদব তিনটি ওভারে ১৪, লকি ফার্গুসন দুটি ওভারে ১৮.৫০, আন্দ্রে রাসেল ২.১ ওভারে ১০.১৫, বরুন চক্রবর্তী চার ওভারে ১০.২৫ এবং সুয়াশ শর্মা চার ওভারে ১১ ইকোনমি রেটে রান দেন। এদের মধ্যে রাসেল তিনটি ও বরুন একটি উইকেট নেন।
নীতিশ আরও বলেন, 'আজ আমাদের মূল বোলাররা অনেক রান দিয়ে ফেলেছে। আমি তাদের ওপর কঠোর হতে পারব না, কেননা এরাই আমাকে আরেকদিন জেতাবে। আমার মনে হয় বোলাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি। এটা কখনোই ২৩০ রানের উইকেট নয়।'