promotional_ad

দ্য উইজডেন ট্রফির জন্য মনোনয়ন পেলেন ইবাদত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিন-ইবাদতের নৈপুণ্যের পর রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়

২০ এপ্রিল ২৫
মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। তবুও মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় বাংলাদেশের মানুষ আর ক্রিকেটারদের কাছে বিশেষ কিছু। নিউজিল্যান্ডের সঙ্গে পাওয়া সেই জয়টা সাদা পোশাকের ক্রিকেটের প্রচ্ছদ হয়ে থাকবে আজীবন। রূপকথার সেই জয়ের নায়ক ছিলেন ইবাদত হোসেন চৌধুরি।


স্বপ্নের মতো টেস্টটা হয়তো কখনই ভুলতে চাইবেন না ডানহাতি এই পেসার। ইবাদত সেদিনের সেই স্বপ্নটা বুনেছিলেন টেস্টের চতুর্থদিনের শেষ বিকেল। দিনের শেষ সেশনে ইবাদতের ৭ বলের স্পেলে দুমড়ে মুচড়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে।


promotional_ad

স্মরণীয় সেই স্পেল ডানহাতি এই পেসার শেষ করেছিলেন ৭ ওভারে ৩ মেইডেন, ১৫ রান আর ৩ উইকেট নিয়ে। শেষ দিনে রস টেলরকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেটও। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। এমন পারফরম্যান্সকে কদিন আগে স্বীকৃতি দিয়েছে ক্রিকইনফো।


আরো পড়ুন

তাইজুলের ফাইফার, অল আউটের পথে জিম্বাবুয়ে

১০ মিনিট আগে
দিন শেষে হাসিখুশি বাংলাদেশের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

জিতেছেন ওয়েবসাইটটির বর্ষসেরা টেস্ট বোলিংয়ের অ্যাওয়ার্ড। এবার ইবাদতের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু পাওয়ার। উইজডেনের ‘দ্য উইজডেন ট্রফি’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার। ইবাদত ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও ৭ ক্রিকেটার।


যেখানে ইবাদত-জনি বেয়ারস্টোরদের সঙ্গী স্বদেশী হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রবাদ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা-মার্নাশ ল্যাবুশেন এবং নিউজিল্যান্ডের টম লাথাম। তিনটি ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছেন বেয়ারস্টো।


মূলত বছরের সেরা টেস্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘দ্য উইজডেন ট্রফি’ দেয়া হয়ে থাকে। সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইবাদতের ৪৬ রানে ৬ উইকেট নেয়া বোলিংকে বিবেচনা করেছে তারা। বেয়ারস্টো মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ, হেডিংলি এবং ভারতের সঙ্গে বার্মিংহামে পাওয়া সেঞ্চুরির জন্য।


দ্য উইজডেন ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন যারা- ইবাদত হোসেন, জনি বেয়ারস্টো (তিনটি), হ্যারি ব্রুক, রবীন্দ্র জাদেজা, প্রবাদ জয়াসুরিয়া, উসমান খাওয়াজা, মার্নাশ ল্যাবুশেন এবং টম লাথাম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball