স্যামসনকে জরিমানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন
২১ এপ্রিল ২৫
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ জিতেও জরিমানাও গুনতে হচ্ছে সাঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ককে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আইপিএলের আচরণবিধির অধীনে এটি রাজস্থানের প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা ছিল। সেই কারণেই দলের অধিনায়ক স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

রাজস্থান যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে স্যামসনকে (অধিনায়ক) ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের একাদশে থাকা খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হবে।
কোহলি-ক্রুনালের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
১৮ ঘন্টা আগে
আইপিএল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, 'এটা যেহেতু এই আসরে দলটির প্রথমবারের মতো নীতি ভঙ্গের ঘটনা, সেহেতু রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'
ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তোলে রাজস্থান। দলটির হয়ে ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন জস বাটলার। এ ছাড়া দেবদূত পাড়িকাল ২৬ বলে ৩৬, রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ৩০ এবং শিমরন হেটমায়ার ১৮ বলে অপরাজিত ৩০ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭২ রান তোলে চেন্নাই সুপার কিংস। ৩৮ বলে ৫০ রান তোলেন ডেভন কনওয়ে। শেষদিকে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।