লিটন নিজের মতো খেললেই আইপিএলে সফল হবে: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৪ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে তিন বাংলাদেশি দেখার সুযোগ ছিল সবার সামনে। যদিও সাকিব আল হাসান আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় সেই সুযোগ হয়নি। অবশ্য আইপিএলে খেলতে গেছেন বাকি দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।
এর মধ্যে উইকেটরক্ষক ব্যাটার লিটন খেলবেন সাকিবের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলটির সঙ্গে যোগও দিয়েছেন এই টাইগার তারকা। সাকিব জানিয়েছেন লিটন লিটনের মতো খেললেই আইপিএলে সফল হবেন। তার আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগতে পারে।

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে। কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।'
মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ
১ জুলাই ২৫
সবকিছু ঠিক থাকলে সাকিব-লিটন একসঙ্গে খেলতেন কলকাতায়। যদিও পরিবারিক সমস্যার কারণে সেই সুযোগ হয়নি সাকিবের। তিনি না খেললেও লিটনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। লিটনকে আইপিএলের সময়টা উপভোগের পরামর্শ দিয়েছেন তিনি।
সেই সঙ্গে নিজের মতো খেলতে পারলে তার সফল হওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, 'একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।'
কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজই জিতেছে বাংলাদেশ। মে মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজেও পারফরম্যান্স ধরে রাখার আশ্বাস দিয়েছেন সাকিব।
নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেছেন, 'আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।'