promotional_ad

লিটন নিজের মতো খেললেই আইপিএলে সফল হবে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোহলি-ক্রুনালের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়

১৮ ঘন্টা আগে
বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়া, আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে তিন বাংলাদেশি দেখার সুযোগ ছিল সবার সামনে। যদিও সাকিব আল হাসান আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় সেই সুযোগ হয়নি। অবশ্য আইপিএলে খেলতে গেছেন বাকি দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।


এর মধ্যে উইকেটরক্ষক ব্যাটার লিটন খেলবেন সাকিবের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলটির সঙ্গে যোগও দিয়েছেন এই টাইগার তারকা। সাকিব জানিয়েছেন লিটন লিটনের মতো খেললেই আইপিএলে সফল হবেন। তার আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগতে পারে।


promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে। কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।'


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

সবকিছু ঠিক থাকলে সাকিব-লিটন একসঙ্গে খেলতেন কলকাতায়। যদিও পরিবারিক সমস্যার কারণে সেই সুযোগ হয়নি সাকিবের। তিনি না খেললেও লিটনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। লিটনকে আইপিএলের সময়টা উপভোগের পরামর্শ দিয়েছেন তিনি।


সেই সঙ্গে নিজের মতো খেলতে পারলে তার সফল হওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, 'একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।'


কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজই জিতেছে বাংলাদেশ। মে মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজেও পারফরম্যান্স ধরে রাখার আশ্বাস দিয়েছেন সাকিব।


নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেছেন, 'আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball