ভয়ঙ্কর রোহিতকে ফিরিয়েও দিল্লিকে জেতাতে পারলেন না মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্রামের শর্তে মোহামেডানে মুস্তাফিজ, খেলবেন ফরহাদ-নাবিলও
১৬ এপ্রিল ২৫
মুস্তাফিজুর রহমানের ফেরার ম্যাচেও জয় তুলতে পারল না দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। এবারের আসরে এনিয়ে টানা চার ম্যাচ হারল দিল্লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট তালিকার একদম তলানিতে অবস্থান করছে দলটি। অপরদিকে এবারের আসরে এটাই প্রথম জয় মুম্বাইয়ের।
১৭৩ রানের লক্ষ্যে খেলতে নামা মুম্বাইকে আটকাতে নিজের প্রথম ওভারে (ইনিংসের দ্বিতীয়) ১৩ রান দিলেও দ্বিতীয় ওভারে মাত্র দুই রান দিয়েছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে খরুচে বোলিং করলেও পরের স্পেলে (ইনিংসের ১৫তম ওভার) স্লোয়ার এবং কাটারে রোহিত, তিলক বার্মাদের বেশ ভুগিয়েছেন মুস্তাফিজ।
নিজের তৃতীয় ওভারে খরচা করেন ৮ রান। সেই ওভারে ৪৫ বলে ৬৫ রান করা রোহিত শর্মাকে ফিরিয়েছেন তিনি। মুস্তাফিজের বল রোহিতের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক অভিষেক পোরেলের মুঠোয় চলে যায়।

মুস্তাফিজ যখন নিজের চতুর্থ ওভার করতে আসেন তখন মুম্বাইয়ের দরকার ১২ বলে ২০ রান। সেই ওভারে ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড একটি করে ছক্কা হাঁকান মুস্তাফিজকে। সেই ওভারে আসে ১৫ রান। নিজের করা চার ওভারে ৩৮ রান খরচায় এক উইকেট নেন মুস্তাফিজ।
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
শেষ ওভারে জয়ের জন্য ৫ রান লাগত মুম্বাইয়ের। অ্যানরিখ নরকিয়ার দুর্দান্ত কয়েকটি ইয়র্কারে শেষ পর্যন্ত এক বলে ২ রান লাগত রোহিতের দলের। সবকিছু ছাপিয়ে ডেভিডের নেয়া দুই রানে ম্যাচ জিতে মুম্বাই।
রান তাড়া করতে গিয়ে ২৬ বলে ৩১ রান তোলেন ইশান কিশান। তিলকের ব্যাটে আসে ২৯ বলে ৪১ রানের ইনিংস। শেষদিকে ডেভিড ১১ বলে ১৩ এবং ক্যামেরন গ্রিন ৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৭২ রান করে অলআউট হয় দিল্লি ক্যাপিটালস। দলটির হয়ে শেষদিকে ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। এ ছাড়া অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন ৪৭ বলে ৫১ রান।
মাঝে মানিশ পান্ডে ১৮ বলে ২৬ রান করেন। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল পৃথ্বী শ (১৫)। মুস্তাফিজ এক বলে এক রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের হয়ে ২৩ রান খরচায় তিন উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ২২ রান খরচায় তিন উইকেট নেন পীযূষ চাওলা।