promotional_ad

পোলার্ডের চোখে ‘এল ক্লাসিকো’, মঈন বলছেন ‘ম্যানচেস্টার-লিভারপুল ম্যাচ’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন

২৭ মার্চ ২৫
রাজস্থানের বিপক্ষে দুই উইকেট নেন মঈন আলী, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে ক্রিকেটারদেরও থাকে বাড়তি উন্মাদনা। আজ (৮ এপ্রিল) আইপিএলে মুখোমুখি হচ্ছে চেন্নাই ও মুম্বাই। এই ম্যাচকে ঘিরেও ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি হয়েছে। আর তাই কেউ কেউ একে ফুটবলের জনপ্রিয় লড়াইগুলোর সঙ্গেই তুলনা দিচ্ছেন।


আইপিএলে এখন পর্যন্ত ১৫ ট্রফির মধ্যে ৯টিই জিতে নিয়েছে এই দুই দল। মুম্বাই সর্বোচ্চ পাঁচবার এবং চেন্নাই চারবার এই শিরোপা আলিঙ্গন করার সুযোগ পেয়েছে। এবারও আলোচনায় আছে দুই দলই।


promotional_ad

বৈশ্বিক তারকাদের উপস্থিতিতে দুই দলই আছেন ভালো অবস্থানে। মুম্বাইয়ে যেমন আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, জোফরা আর্চার ও ক্যামেরন গ্রিনরা। অপরদিকে চেন্নাইতেও আছেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, মঈন আলী এবং মিচেল সান্টনাররা।


এই ম্যাচকে জনপ্রিয়তার দিক থেকে চেন্নাইয়ের অলরাউন্ডার মঈন তুলনা করছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল ম্যাচের সঙ্গে। অপরদিকে মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড ম্যাচটিকে তুলনা করছেন স্প্যানিশ সুপার লিগের এল-ক্লাসিকো বা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচের সঙ্গে!


মঈন বলেন, ‘এটা এমন ম্যাচ, যেটা খেলার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। সবচেয়ে সফল এবং বিশাল ভক্ত–সমর্থকের ফ্র্যাঞ্চাইজি এই দুই দল। একজন ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অন্যতম বড় ম্যাচ এটি। যদি ফুটবলের দৃষ্টিকোণ থেকে বলি, এটা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচের মতো। ওটাও বিশাল ম্যাচ।’


অপরদিকে পোলার্ড বলেন, ‘এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা এটাকে আইপিএলের এল ক্লাসিকো বলতে পারি।’


দুই দলের অতীত মুখোমুখি লড়াইয়ে অবশ্য মুম্বাই কিছুটা এগিয়ে। রোহিত শর্মার দল ৩৬ ম্যাচের মধ্যে জিতে নিয়েছে ২১টিতে। অপরদিকে চেন্নাইয়ের জয় ১৫ ম্যাচে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball