ক্রুনালের অলরাউন্ড নৈপুণ্যে জিতল লক্ষ্ণৌ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৫ ঘন্টা আগে
টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ। তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। অলরাউন্ড নৈপুণ্যে হায়দরাবাদের জয় একাই কেড়ে নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৩ বলে ৩৪ রান করে লক্ষ্ণৌয়ের বড় জয়ে অবদান রেখেছেন তিনি।
নাগালের মধ্যে লক্ষ্য পেয়ে লক্ষ্ণৌকে বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন কাইল মেয়ার্স ও লোকেশ রাহুল। দুজনে ওপেনিংয়ে যোগ করেছেন ৩৫ রান। যদিও পরপর মেয়ার্স (১৩) ও দীপক হুডার (৭) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল লক্ষ্ণৌ।
সেখান থেকে অধিনায়ক রাহুল ও ক্রুনাল পান্ডিয়া মিলে টেনে তোলেন দলটিকে। তৃতীয় উইকেটে রাহুল ও ক্রুনাল মিলে যোগ করেন ৫৫ রান। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় লক্ষ্ণৌ। লক্ষ্ণৌয়ের জয় পাওয়া যখন ছিল সময়ের ব্যাপার মাত্র তখনই আদিল রশিদের ঘূর্ণির মুখে পড়ে লক্ষ্ণৌ।

এই ইংলিশ স্পিনার পরপর দুই বলে তুলে নেন রাহুল (৩৫) ও রোমারিও শেফার্ডের (০) উইকেট। অবশ্য তাতে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি লক্ষ্ণৌয়ের। মার্কাস স্টইনিস ১৩ বলে ১০ ও নিকোলাস পুরান ৬ বলে ১১ রান করে ২৪ বল হাতে রেখেই তাদের জয় নিশ্চিত করেন।
পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির
২৬ মে ২৫
এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে লক্ষ্ণৌয়ের স্পিনারদের ঘূর্ণির মুখে পড়েছিল হায়দরাবাদ। তারা দলীয় ২১ রানে হারায় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। তিনি ফেরেন মাত্র ৮ রান করে। আনমলপ্রিত সিং ২৬ বলে ৩১ রান করে আউট হয়েছেন।
এরপর হায়দরাবাদকে পথ দেখাচ্ছিলেন রাহুল ত্রিপাঠি। যদিও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন দুই বিদেশি এইডেন মার্করাম ও হ্যারি ব্রুক। হায়দরাবাদ অধিনায়ক মার্করাম আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ব্রুক আউট হয়েছেন মাত্র ৩ রান করে।
এরপর একপ্রান্ত আগলে রাখা ত্রিপাঠি ৩৫ রান করে ফিরে গেলে একশোর নিচেই অল আউট হওয়ার শঙ্কায় পড়ে হায়দরাবাদ। শেষদিকে আব্দুল সাম???দের ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে কোনো মতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। লক্ষ্ণৌয়ের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রুনাল। ২টি উইকেট পেয়েছেন অমিত মিশ্র। আর একটি করে উইকেট নেন ইয়াস ঠাকুর ও রবি বিষ্ণই।