promotional_ad

সাকিবের বার্তা ছিল, ‘আমরা বাঘের মতো খেলব’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিন-ইবাদতের নৈপুণ্যের পর রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়

২০ এপ্রিল ২৫
মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সুর বেঁজেছিল বাংলাদেশের নতুন শুরুর। তবে সেবছর সেভাবে সুর আর তাল মেলাতে পারেনি বাংলাদেশ। নতুন বছরে সেই সুর যেন ঠিকই ধরে ফেলেছে সাকিব আল হাসানের। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও চলছে বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেট। প্রথম বল থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে যাচ্ছেন ক্রিকেটাররা।


২০ ওভারের ক্রিকেটে ধুঁকতে থাকা বাংলাদেশের এমন পরিবর্তনের রহস্য কি? রনি তালুকদার জানালেন, টি-টোয়েন্টি ঘরানার ক্রিকেট খেলার নেপথ্যে সাহস ‍জোগানোর মানুষটা সাকিব। দলের সবার প্রতি সাকিবের বার্তা, ‘বাঘের মতো খেলব।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন রনি।


এ প্রসঙ্গে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। উনার সঙ্গে আবাহনীতে খেলেছি প্রায় ১২ বছর আগে। তখন একই ইনটেন্ট, একই মনমানসিকতা উনার ভেতরে ছিল। উনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন, ডমিনেট করার চেষ্টা করেন। উনার যে ডমিনেটিং চিন্তাভাবনা, সেটা দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে, আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব।’


promotional_ad

‘আমাদের ভয়ডর থাকবে না, আমরা সবসময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব। হতে পারে কখনও আমরা ব্যর্থ হব, আবার সফল হব। তবে যদি আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা কোচ-অধিনায়কের চিন্তাভাবনা একই।’


আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

১৭ ঘন্টা আগে
ফাইল ছবি

ইংল্যান্ডেরে বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো করেছিলেন রনি। নিজের প্রত্যাবর্তনে বড় ইনিংস খেলতে না পারলেও পজিটিভি ইন্টেন্টে নজর কেড়েছিলেন তিনি। আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত দারুণভাবে সফল রনি। প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭ রান করা এই ব্যাটার পরের ম্যাচে খেলেছেন ২৩ বলে ৪৪ রানের ইনিংস।


শক্তিমত্তার দিক থেকে আয়ার‌ল্যান্ড পিছিয়ে থাকলেও বড় দলের বিপক্ষে খেলার মতো পরিকল্পনা নিয়েই মাঠে নামেন ক্রিকেটাররা। প্রতি ম্যাচ অনুযায়ী পরিকল্পনায় করায় সেটা ভবিষ্যতে কাজে দেবে বলে বিশ্বাস ডানহাতি এই ওপেনার।


রনি বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা প্রতিটা সিরিজে পরিকল্পনা করেই মাঠে নামি। ওটাই মাঠে দেখানোর চেষ্টা করি। ম্যাচ বাই ম্যাচ সেই পরিকল্পনাটা করি। সিরিজ অনুযায়ী, আমরা ইংল্যান্ডের বিপক্ষে কেমন খেলব, আয়ারর‍্যান্ডের বিপক্ষে কেমন খেলব- এমন নয়।’


‘আমরা প্রতিটি ম্যাচ অনুযায়ী পরিকল্পনা করি। যদি এক ধাঁচে আমরা খেলতে পারি ভবিষ্যতে কাজে দেবে। এ জিনিসটাই আমরা এগিয়ে নিতে চাচ্ছি। দলগতভাবে আমরা যে জিনিসটা বুস্ট আপ করতে চাচ্ছি, আগ্রাসী খেলার একটা প্রবণতা যেন ক্রিকেটারদের মধ্যে থাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball