এখন আর বাদ পড়ার ভয় কাজ করে না রনির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ বছর পর ফিরে দ্বিতীয় সুযোগে বাজিমাত করেছেন রনি তালুকদার। ওপেনিংয়ে সামর্থ্যের প্রমাণ দেয়ার সঙ্গে দলের প্রয়োজনও মেটাচ্ছেন তিনি। তবে লম্বা সময় পর ফিরে পারফর্ম করাতেই মনোযোগী হতে চান কারণ এখন আর বাদ পড়া নিয়ে মাথা ঘামান না এই ব্যাটার।
বিপিএল মাতিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পান রনি। ৮ বছর পর দলে ফেরা রনি ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে করেন ২১ রান। দ্বিতীয় ম্যাচে ৯ রান করলেও শেষ টি-টোয়েন্টি রনি খেলেন ২২ বলে ২৪ রানের ইনিংস।

রান বড় করতে না পারলেও রনির মানসিকতা ছিলো ইতিবাচক। আয়ারল্যান্ডের বিপক্ষে আরও পরিণত রনি। সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রনি খেলেছেন যথাক্রমে ৬৭ এবং ৪৪ রানের ইনিংস। এতোদিন পর জাতীয় দলে ফেরার সঙ্গে পারফর্ম করার চাপ। অন্য দিকে দ্রুত নিজেকে মানিয়ে নেয়া।
চট্টগ্রামে রনি বলেন, ‘এখানে কোনো সিক্রেট নাই (আক্রমণাত্মক ব্যাটিংয়ের)। ড্রেসিংরুম থেকে খেয়ে মাঠে আসলাম, খেলে দিলাম এমন না। এজন্য আগে মাইন্ড সেট আপ করতে হবে। দল থেকে সেই সমর্থন যদি আপনি পান, তাহলে আপনার খেলার প্যাটার্নটা বদলে যাবে। আর আপনারা তো জানেন, আমি এ ধরনের খেলাটা পছন্দ করি। সবসময় এভাবেই খেলে আসছি। ’
‘ড্রেসিংরুম থেকে টিম ম্যানেজম্যান্ট আমাকে একটা পরিকল্পনা দিয়ে দেয়। উনারাও আমাকে অনেকদিন ধরে দেখতেছে আমি কী ধরনের খেলা পছন্দ করি। তাদেরও একই কথা যেন স্বাভাবিক খেলাটা খেলি। বিপিএলে তারা আমার খেলা দেখছে, সেইম জিনিসটাই এখানে করতে বলছে ’
'দেখেন আমাদের একটা প্ল্যান দিয়ে দেয় টিম ম্যানেজম্যান্ট। সে প্ল্যান অনুযায়ী আমরা কাজটা করার চেষ্টা করি। যে বেসিকটা প্ল্যানটা হলো আমাদের সবসময় পজিটিভ থাকা। আমরা যেনো পজিটিভ ইনটেন্ড শো করতে পারি। টিম ম্যানেজম্যান্ট ড্রেসিংরুমে আমাদের আমরা একটা জিনিসই করার চেষ্টা করি সবাই যেনো ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি।'