আইপিএলের শুরুর ভাগে থাকছেন না হ্যাজেলউড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যাজেলউডের তোপে তিনদিনেই জিতে গেল অস্ট্রেলিয়া
২৮ জুন ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর ভাগে জস হ্যাজেলউডকে পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাম পায়ের চোটের কারণে খেলা হবে না তার। এখনও ভারতেও যাননি অস্ট্রেলিয়ার এই পেসার।
বেশ কিছুদিন ধরেই বাম পায়ে অ্যাকিলিসের চোটে ভুগছেন হ্যাজেলউড। সেই চোট নিয়েই মাসখানেক আগে ভারতে পা রেখেছিলেন তিনি। কিন্তু ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট অবশ্য সিরিজের শুরু থেকেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু তার চোটের অগ্রগতি না হওয়ায় দুই ম্যাচ পরই দেশে পাঠিয়ে দেয়া হয় তাকে। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি হ্যাজেলউড।
১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি
২ জুলাই ২৫
এবার ক্রিকেট ডট কম ডট ইইউ জানিয়েছে, চোট এখনও না সারায় অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন হ্যাজেলউড। অর্থাৎ, ভারতে বেঙ্গালুরু দলের সঙ্গে এখনও যোগও দেননি অভিজ্ঞ এই পেসার। তবে চোট কাটিয়ে উঠলে মৌসুমের পরের ভাগে তাকে দলের সঙ্গে পাবে বেঙ্গালুরু।
এই ইনজুরির কারণে গত দুই বছর ধরেই টেস্টে বেশ অনিয়মিত হ্যাজেলউড। এই সময়ের মধ্যে তিনি খেলেছেন কেবল চারটি টেস্ট। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আঙুলে চোট পান। এরপর তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেও দর্শক হয়ে ছিলেন।
আইপিএলের গত আসরে বেঙ্গালুরু দলের অন্যতম ভরসা ছিলেন হ্যাজেলউড। ২০২২ সালের আইপিএল নিলামে ৭.৭৫ কোটি রুপিতে বেঙ্গালুরুতে আসা এই ক্রিকেটার সেই মৌসুমে ১২ ম্যাচ খেলে নেন ২০টি উইকেট। আইপিএলের শুরুর ভাগে তাই তাকে মিস করবে বিরাট কোহলি- ফাফ ডু প্লেসির দল।