পাকিস্তানের বোলিং কোচ হচ্ছেন মরকেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান
২১ ঘন্টা আগে
পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হতে যাচ্ছেন মর্নে মরকেল। দলটির ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে অ্যান্ড্রু পুটিককে। এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এমনটাই।
বর্তমানে আইপিএলে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মরকেল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে কর্মরত আছেন তিনি। আইপিএলের দায়িত্ব শেষ করেই পাকিস্তান দলে যোগ দেবেন তিনি।

বোলিং কোচ হিসেবে অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ মরকেলের। সাউথ আফ্রিকার সাবেক এই পেসার এর আগে নামিবিয়ার কোচিং স্টাফে ছিলেন। এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবেও ছিলেন তিনি।
ইংল্যান্ডে বোলাররাই সুবিধা পাবেন, ধারণা মরকেলের
১৩ জুন ২৫
এছাড়া মিকি আর্থারের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ইতোপূর্বে অনলাইন কোচ হিসেবে আর্থারকে আনার পরিকল্পনা করেছিল পিসিবি। যদিও সেই ব্যাপারে একমত হতে পারেনি পিসিবির অনেকেই।
তবে আর্থারকে ছাড়ছে না পিসিবি। সাউথ আফ্রিকান এই কোচকে পরামর্শক হিসেবে রেখে দিচ্ছে তারা। দূর থেকে পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অর্থাৎ, পুরোনো ঠিকানা ডার্বিশায়ারের হেড কোচ হিসেবেই থাকছেন আর্থার।
পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করবেন দলটির সাবেক ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন। দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পালন করবেন দ্রিকুস সায়মান। আর ফিজিওথেরাপিস্ট হিসেবে দেখা যাবে ক্লিফে ডি'কনকে।