promotional_ad

ছেলেরা কেউ ঘাবড়ে যায় না, বেশি চিন্তাও করে না: সাকিব

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

২০ ঘন্টা আগে
ফাইল ছবি

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে নতুন শুরুর বার্তা দিয়েছিল বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে নিজেদের প্রথম পরীক্ষায় উতরেও গিয়েছিল স্বাগতিকরা। ফেয়ারলেস ক্রিকেটে টাইগারদের সামনে পাত্তাই পায়নি জস বাটলারের। আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখা মিলেছে একই চিত্র।


রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটে বাংলাদেশের আক্রমণাত্বক শুরু। বোলিং তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা ছিলেন স্পট অন। মাস কয়েক আগেও ধুঁকতে বাংলাদেশের হঠাৎ এমন পরিবর্তনের কারণে কি? সাকিব আল হাসান জানালেন পেছনের রহস্য। বাংলাদেশের অধিনায়কের মতে, ক্রিকেটাররা এখন ঘাবড়ে যায় না এবং খুব বেশি চিন্তাও করে না।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ছেলেরা যারা এসেছে তারা কেউ ঘাবড়ে যাচ্ছে না, খুব বেশি চিন্তাও করে না। পরিস্থিতির কারণেই এমনটা হচ্ছে। তারা তাদের ক্রিকেটটা খেলতে চায়, উপভোগ করতে চায়। সে কারণেই তারা ভালো করছে।’


promotional_ad

টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম ওভারে থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রনি ও লিটন। প্রতি ওভারে চার-ছক্কা মেরে কে কার চেয়ে বেশি রান তুলতে পারেন এমন প্রতিযোগিতায় যেন নেমেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তাতেই পাওয়ার প্লের ৬ ওভারে ৮১ রান আসে বাংলাদেশের।


আরো পড়ুন

যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো: সাইফউদ্দিন

১৮ মিনিট আগে
গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

যা টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে টাইগারদের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড। লিটন-রনির উদ্বোধনী জুটি থেমেছে ৯১ রানে। অথচ উইকেট কেমন আচরণ সেটা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন সাকিব। ওপেনারদের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তাদের জুটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন বলে জানান সাকিব।


তিনি বলেন, ‘আমার মনে হয় উভয় ওপেনার যেভাবে ব্যাটিং করেছে....। আমরা নিশ্চিত ছিলাম না উইকেট আসলে কেমন আচরণ করবে। শুরু থেকেই তারা ইতিবাচক ছিল, ইন্টেন্টও ভালো ছিল। আমরা ঠিক এটাই চাই। তাদের জুটিই আমাদের ম্যাচের গতি পথ তৈরি করে দিয়েছে।’


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১০৪ রান। শুরুর দুই ওভারে আইরিশরা ৩২ রান তুললেও তাদের লাগাম টেনে ধরেন হাসান ও তাসকিন। বিশেষ করে তাসকিন ছিলেন দুর্দান্ত। নিজের প্রথম ওভারে ৩ উইকেট নেয়া এই পেসার পরের ওভারে নিয়েছেন আরও ১ উইকেট।


তাতে ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জেতান তাসকিন। এদিকে একাদশে জায়গা পাওয়াদের বাইরে পেসার হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম। এ ছাড়া স্কোয়াডের বাইরে রয়েছেন ইবাদত হোসেনের মতো পেসাররা। সাকিব মনে মনে করেন, সুযোগ না পাওয়ারা সুযোগ পেলে তারাও তাসকিনদের মতো পারফর্ম করবেন।


সাকিব বলেন, ‘তারা যেভাবে বোলিং করেছে সেটা দুর্দান্ত। আরও বেশ কয়েকজন ভালো ছেলে আছে হয়ত তারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। আমার মনে হয় তারা যখন সুযোগ পাবে তখন তারাও তাদের সমান পারফর্ম করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball