promotional_ad

নারী প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মুম্বাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের সবচেয়ে সফলতম দলটির নাম মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবার তারা আইপিএলের শিরোপা উঁচিয়ে ধরেছে। তাদের হাতেই উঠেছে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম শিরোপা। উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা দিল্লি ক্যাপিটালস উইমেন্সকে ৭ উইকেটে হারিয়েছে।


এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল দিল্লি। জবাবে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে মুম্বাই। ন্যাট সিভার ৫৫ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেছেন। ৮ বলে ১৪ রান করে তার সঙ্গে অপরাজিত ছিলেন অ্যামেলিয়া কার।


promotional_ad

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মেগ ল্যানিং। আন্তর্জাতিক ক্রিকেটে ল্যানিংই সবচেয়ে সফল অধিনায়ক। তার হাত ধরেই দুটি ৫০ ওভারের ও পাঁচটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। উইমেন্স প্রিমিয়ার লিগেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা সেটাই ছিল দেখার বিষয়।


ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি দিল্লি। তারা দলীয় ৩৫ রানের মধ্যেই তিন উইকেট হারায়। ইসি ওয়ং একাই তিন উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন দিল্লিকে। এরপর একাই লড়াই চালিয়ে যান দিল্লির অধিনায়ক ল্যানিং। তিনি ২৯ বলে ৩৫ রান করে দিল্লিকে লড়াইয়ের পুঁজির দিকে নিয়ে যান।


তিনি যখন আউট হন দিল্লির সংগ্রহ তখন ৫ উইকেটে ৭৪। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। দলীয় ৭৯ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৯ উইকেট। দশম উইকেটে শিখা পান্ডে ও রাধা যাদব মিলে দিল্লিকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। তারা দুজনে যোগ করেন ৫২ রান।


শিখা ১৭ বলে ২৭ রান করেন এবং রাধার ব্যাট থেকে আসে ১২ বলে ২৭ রান। শেষ দুই ব্যাটার লড়াই জমিয়ে দেয়ার পর বোলাররাও বেশ ভালোই শুরু করেছিল। তারা ২৩ রানের মধ্যেই ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিল।


যদিও তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করে দিল্লির কাছ থেমে ম্যাচ বের করে নিয়ে যান সিভার ও হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত ৩৯ বলে ৩৭ রান করে ফিরে গেলেও সিভার শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুম্বাইকে শিরোপার স্বাদ এনে দিয়ে মাঠ ছাড়েন। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন রাধা ও জেস জোনাসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball