promotional_ad

বেঙ্গালুরুর বোলিং আক্রমণ এবারের আইপিএলের সেরা: মাঞ্জরেকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

১৬ ঘন্টা আগে
আইপিএল

গোঁড়ালির চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর ভাগে পাওয়া যাবে না জস হ্যাজেলউডকে। তারপরও এবারের আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর বোলিং আক্রমণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এমনটাই মনে করেন সঞ্জয় মাঞ্জরেকার। 


ডিসেম্বরে নিলাম থেকে ১.৯০ কোটি রুপিতে রিস টপলিকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। সেই সঙ্গে গত কয়েক আসর ধরেই বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখছেন মোহাম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেলরা। তাদের নিয়ে গড়া বোলিং আক্রমণ আইপিএলের গভীরতম বলে মনে করেন মাঞ্জরেকার।


promotional_ad

তিনি বলেন, ‘তাদের পেস বোলিংয়ের গভীরতা রয়েছে। হ্যাজলউড ফিট না হলেও টপলি রয়েছে। স্পিনে তাদের আছে ওয়ানিন্দু হাসারাঙ্গা আছে। তাদের আছে মোহম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেলের মতো পেসার। তাদের বোলিং বেশ নিখুঁত এবং ম্যাক্সওয়েলও বোলিং করতে পারে।’


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

২ জুলাই ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

বেঙ্গালুরুর বোলিং আক্রমণের প্রশংসা করে সাবেক এই ভারতীয় ব্যাটার বলেন, ‘আমার মতে এই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেরা বোলিং আক্রমণ রয়েছে এবং এট?? তাদের সম্মিলিত এক্স-ফ্যাক্টর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার শিরোপাও জিতবে।’


মাঞ্জরেকার দলটির শিরোপা জয়ের ভবিষ্যদ্বাণী করলেও পরিসংখ্যান কিন্তু বেঙ্গালুরুর হয়ে কথা বলছে না। তারা এর আগে দুইবার ফাইনালে উঠেছে ২০০৯ সালে আইপিএলের ফাইনালের ওঠার পর ৭ বছরের বিরতির পর সর্বশেষ তারা ২০১৬ আইপিএলের ফাইনালে উঠেছিল।


এর আগে আরও তারকা সমৃদ্ধ দল নিয়েও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি তারা। এ বছর ইনজুরি আক্রান্ত স্কোয়াড নিয়ে তারা কতদূর যেতে পারবে সেটাই দেখার বিষয়। বেশ ভালো ফর্মে ছিলেন উইল জ্যাকস। যদিও এবারের মৌসুমে এই ইংলিশ তারকাকে পাচ্ছে না বেঙ্গালুরু। বিকল্প হিসেবে তারা দলে ভিড়িয়েছে মাইকেল ব্রেসওয়েলকে। এ ছাড়া ব্যাটার রজত পাতিদারেরও পুরো আসরে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball