promotional_ad

‘ওয়াকার ইউনিস-আকিব জাভেদরাও সুযোগ পেতেন না’

ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো: সাইফউদ্দিন

১৩ মিনিট আগে
গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

‘এমন পেস আক্রমণ থাকলে যেকোনো অধিনায়কেরই জীবন সহজ হয়ে যায়।’ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০ উইকেট নিয়ে নেয়া পেস ইউনিটকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন তামিম ইকবাল। একটু একটু করে উন্নতি করা তাসকিন আহমেদ-ইবাদত হোসেন-হাসান মাহমুদরা পেস ইউনিট হিসেবে হয়ে উঠছেন ভয়ঙ্কর। এমন পেস ইউনিটের আশেপাশেও নেই মোহাম্মদ সাইফউদ্দিন।


তাসকিনদের সঙ্গে সুযোগ না পেয়ে পাকিস্তানের আকিব জাভেদ, ওয়াকার ইউনিসদের উদাহরণ টেনে এই অলরাউন্ডার জানিয়েছেন, তারাও সুযোগ পেতেন না। জাতীয় দলে ফিরতে সাইফউদ্দিনের আপাতত ভরসা ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বাংলাদেশের ৫০ ওভারের এই ঘরোয়া টুর্নামেন্টে আবাহনীর হয়ে খেলছেন তিনি।


promotional_ad

ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পাওয়া সাইফউদ্দিন বল হাতে রয়েছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে নিয়েছৈন ১০ উইকেট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চার উইকেট নেয়া এই অলরাউন্ডার গাজী গ্রুপের সঙ্গে পেয়েছেন ৩০ রানে ৪ উইকেট। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে খেলা সাইফউদ্দিনের চাওয়া, পেস ইউনিট আরও ভালো খেলুক।


আরো পড়ুন

ডট বলের মন্ত্রেই সফল মোসাদ্দেক

৬ এপ্রিল ২৫
শাইনপুকুরের বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন ছন্দে থাকা মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘আগে শুনতাম যে ওয়াকার ইউনিস ও আকিব জাভেদরাও সুযোগ পেতেন না অনেক সময় (পাকিস্তান দলে)। এখন তো মাশাআল্লাহ আমাদের পেস ইউনিট অনেক ভালো। আমরা চাই, (তারা) আরও ভালো খেলুক।’


টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের পেস ইউনিট। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই ওয়ানডেতে ২০ উইকেটের মাঝে তাসকিনদের শিকার ১৬টি। এমন পেস ইউনিটের সদস্য হতে পারলে খুশি হবেন বলে জানান সাইফউদ্দিন। এদিকে তাসকিন, ইবাদত, হাসান ও মুস্তাফিজুর রহমানদের প্রশংসা করেন এই অলরাউন্ডার।


সাইফউদ্দিন বলেন, ‘আমাদের শেষ কয়েকটি সিরিজ যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের পেস ইউনিট দুর্দান্ত করেছে। ওই পেস ইউনিটের যদি সদস্য হতে পারি, সত্যিই খুশি হব। আমিও চেষ্টা করছি। হাসান সুযোগ পেয়েছে এবং পাঁচ উইকেট নিয়েছে। তাসকিন (আহমেদ), ইবাদত (হোসেন), মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করছে। শরীফুলও (ইসলাম) যোগ্য।’


পেসারদের স্কিল নয় বরং মানসিকতায় পরিবর্তন এসেছে বলে মনে করেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘সবার কমবেশি স্কিল আগে থেকে ছিল। আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানসিকতায় পরিবর্তন (এসেছে)। আমি নিজে থেকে যেটা অনুভব করি, তা হলো আমাদের পেসাররা আগের চেয়ে মানসিকভাবে খুবই শক্তিশালী এখন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball