promotional_ad

৭৫ রানে অল আউট হয়ে ৭ উইকেটে হারল টাইগার যুবারা

এসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের

২৭ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান

বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবারা। এই ম্যাচে তারা ৭ উইকেটে হেরেছে। আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের ধাঁধাই বুঝতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।


তারা অল আউট হয়ে গেছে মাত্র ৭৫ রানে। জবাবে খেলতে নেমে ৫৯ বলেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে আফগানরা। এর মধ্যে দিয়ে যুবাদের ক্রিকেটে দ্রুততম জয়ের রেকর্ড গড়েছে আফগানিস্তান। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষেই ১১৬ রান তাড়া করতে নেমে ৮১ বলে ম্যাচ জিতেছিল ভারতের জুবারা।


promotional_ad

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ধীর গতিতে রান তুললেও ছন্দে ছিলেন দুই ওপেনারই। দলীয় ২৫ রানে ওপেনার আশিকুর রহমান শিবলিকে আউট করেন বশির আহমেদ।


আরো পড়ুন

অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন

১০ ঘন্টা আগে
অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

এরপর ৩ রান করা আশিকুর রহমান শিবলিও আউট হয়েছেন বশিরের শিকার হয়ে। এরপর আরও দুই টাইগার বোলারকে সাজঘরে পাঠিয়েছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের ব্যাটারদের হয়ে সর্বোচ্চ ১৬ রান এসেছে শিবলির ব্যাট থেকেই।


শেষের দিকে ১২ রান করেছেন ওয়াসি সিদ্দিকী। বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ৭৫ রানে। বাংলাদেশ খেলতে পেরেছে কেবল ২২.৫ ওভার পর্যন্ত। আফগানিস্তানের বাকি বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন কামরান হোটাক। একটি উইকেট গেছে ইয়ামা আরবের ঝুলিতে।


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। প্রথম ওভারেই আফগান শিবিরে আঘাত হানেন রোহানাত বর্ষন। তিনি ওপেনার হেজবুল্লাহ দোরানিকে আউট করেন শূন্য রানে। পরের ওভারে এসে জোড়া আঘাত হানেন এই ডানহাতি পেসার।


সুলিমান আরবজাইকে কট বিহাইন্ড করার পরের বলে সাজঘরে পাঠান নুমান শাহকে। ২১ রানে ৩ উইকেট হারালেও সোহাইল খান ও মোহাম্মদ হারুনের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যেই বড় জয় নিশ্চিত করে আফগানরা। সোহাইল ৩৩ ও হারুন ২১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball