বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে গর্বিত ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে
২৬ এপ্রিল ২৫
ওয়ানডেতে ঘরের মাঠে দুর্গ বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। সবশেষ সাত বছরে ঘরের মাঠে কোনো সিরিজ না হারা বাংলাদেশের জয়রথ থামিয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারও সিরিজ নিজেদের করে নিয়েছে জস বাটলাররা। তামিম ইকবালদের রেকর্ডে ছেদ ফেলে গর্বিত ইংল্যান্ড।
সবশেষ ২০১৬ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ জেতে সাকিব আল হাসানরা। সবশেষ দেখায় সুযোগ পেয়েও ইংলিশদের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ করতে হয়েছিল বাংলাদেশকে।
কদিন আগে ভারতকে হারানোর ফলে দারুণ আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে খানিকটা প্রতিযোগিতা গড়ে তুললেও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ছিল একেবারে নিষ্প্রভ। ব্যাটারদের ব্যর্থতায় ১৩২ রানে হারতে হয় সাকিব-তামিমদের।

তাতে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশকে হারিয়ে রোমাঞ্চের কথা জানান স্যাম কারান। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২৯ রানে ৪ উইকেট নেয়া কারান বলেন, ‘এটা একটা দারুণ সিরিজ জয়। বাংলাদেশে জেতাটা দারুণ ব্যাপার। তারা দীর্ঘদিন ধরে হারেনি। এটা নিয়ে আমরা গর্বিত।’
চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন
৭ জুলাই ২৫
জোফরা আর্চার ফেরার পর আরও মজবুত হয়েছে ইংল্যান্ডের পেস বোলিং ইউনিট। যেখানে আর্চারের সঙ্গে রয়েছেন ক্রিস ওকস, মার্ক উড, সাকিব মাহমুদ, কারানের মতো পেসাররা। স্কোয়াডে থাকলেও প্রথম ওয়ানডের একাদশে জায়গা মেলেনি কারানের। অথচ দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন বাঁহাতি এই পেসার।
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে আউট করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামান কারান। সব ম্যাচে সুযোগ না পেলেও আপাতত আফসোস নেই তার। বরং সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা শোনান নিজেদের শক্তিশালী পেস বোলিং ইউনিটের কথা। সুযোগ পেলে পারফরম্যান্স করতে মুখিয়ে থাকেন বলে জানান তিনি।
কারান বলেন, ‘এই মুহূর্তে এটি একটি মানসম্মত স্কোয়াড। অনেকে আছে যারা টেস্ট সফর থেকে ফিরে দলে যোগ দেবে। আপনি যখন ইংল্যান্ডের কোনো দলে খেলবেন তখন আপনি পারফরম্যান্স দেখাতে চাইবেন। কিন্তু আমাদের জফ (জোফরা আর্চার), ওকসের সঙ্গে দারুণ স্কোয়াড পেয়েছি। উডিও (মার্ক উড) ফিরে এসেছে।’
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের আগে উপমহাদেশে খেলা নেই ইংল্যান্ডের। বাংলাদেশ সিরিজ দিয়ে তাই বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছিলেন বাটলার। এমন কন্ডিশনে খেলাকে ভালোভাবে দেখছেন কারানও।