promotional_ad

পাকিস্তানে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছেন জাহানারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দলে নেই জাহানারা

৬ জানুয়ারি ২৫
ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন জাহানারা আলম, আইসিসি

ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে মেয়েদের আইপিএল। পিছিয়ে থাকতে চায় না পাকিস্তানও। এই বছরের সেপ্টেম্বরে নারী টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তাই চলমান পিএসএলের মধ্যেই নারী ক্রিকেটারদের তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা। ম্যাচগুলো খেলতে আমন্ত্রণ পেয়েছেন জাহানারা আলমও। বাংলাদেশের পেসারের আমন্ত্রণ পাওয়ার খবর জানা গেছে পিসিবির এক বিজ্ঞপ্তিতে।


এই তিনটি প্রদর্শনী ম্যাচের জন্য দুটি দলও গঠন করেছে পিসিবি। দলগুলোর নাম রাখা হয়েছে অ্যামাজন ও সুপার উইমেন। এদের স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি। বাংলাদেশের জাহানারা আলম খেলবেন সুপার উইমেন দলে। দুই দলে ৭ দেশের মোট ১০ বিদেশিকে রাখা হয়েছে।


promotional_ad

জাহানারার দলে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, সাউথ আফ্রিকার লরা উলভার্ট ও নিউজিল্যান্ডের লিয়া তাহুহু। দলটির নেতৃত্ব দেবেন নিদা দার। অপরদিকে অ্যামাজন নামের দলটির নেতৃত্বে আছেন বিসমাহ মারুফ।


আরো পড়ুন

৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

২০ মে ২৫
৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

জাহানারার অধিনায়ক নিদা দার বলেন, ‘এই প্রদর্শনী ম্যাচগুলো আমাদের উদীয়মান খেলোয়াড়দের তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে। বিদেশের যেসব খেলোয়াড় অংশ নিচ্ছে, তাদের অভিজ্ঞতা থেকে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারবে।’


পিসিবি জানিয়েছে, ম্যাচ তিনটিতে ৭ দেশের শীর্ষস্থানীয় ১০ জন বিদেশি অংশ নেবেন। তাদের এই অংশগ্রহণকে পাকিস্তান উইমেন্স লিগের ছোট পদক্ষেপ হিসেবেই দেখছে পিসিবি। তিনটি প্রদর্শনী ম্যাচই অনুষ্ঠিত হবে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।


স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠেয় পিএসএল ম্যাচের আগে বেলা ২ টায় শুরু নারীদের ম্যাচ। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দল দুটি। আর তাই তিনটি ম্যাচ খেলার সুযোগ নাও হতে পারে জাহানারার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball