promotional_ad

৫ উইকেট নিয়ে সাউথ জোনকে জেতালেন নাসুম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন

১২ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল বিসিবি সাউথ জোন। শেষদিনে বেশিদূর যেতে পারেনি দলটি। ২৭৭ রানে থামে তাদের ইনিংস। ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে একেবারেই ভালো করতে পারেনি বিসিবি সেন্ট্রাল জোন। নাসুম ??হমেদের দারুণ স্পিন বোলিংয়ের সামনে মাত্র ১৯৭ রানে অলআউট হয়েছে দলটি। আর তাতে ১১০ রানের বড় জয় তুলে নিয়েছে সাউথ জোন।


আগের দিন ১১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন অমিত হাসান। শেষদিনে তেমন সুবিধা করতে পারেননি তিনি। নিজের রানের সঙ্গে আর চার রান যোগ করে মুশফিক হাসানের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি।


তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাউথ জোনের ইনিংস। আবু হায়দার রনি ও মুশফিকের দাপটের সামনে টিকতেই পারেনি দলটি। ৪১ বলে ৩২ রান করতে পেরেছেন কেবল নাহিদুল ইসলাম।


সেন্ট্রালের বোলারদের মধ্যে ৭১ রান খরচায় চার উইকেট নেন রনি। ৫৪ রান খরচায় পাঁচ উইকেট নেন মুশফিক।


promotional_ad

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট্রাল জোন। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন আইচ মোল্লা। ২৭ রান করেন আরিফুল হক। ২৫ রান আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাটে।


৯৪ রান খরচায় পাঁচ উইকেট নেন নাসুম। দুটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন আব্দুল হালিম এবং নাহিদুল ইসলাম। প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৩১৩ রান তুলেছিল সাউথ জোন। জবাবে জাকের আলীর অপরাজিত সেঞ্চুরিতে ২৮৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন।


সংক্ষিপ্ত স্কোর:


বিসিবি সাউথ জোন (প্রথম ইনিংস)- ৩১৩/১০ (৯৭.৫ ওভার) (সাদমান ১৩০, ফজলে রাব্বি ৫০, নাসুম ৪৪*, অমিত ৩০; আবু হায়দার ৫/৫৫, সৌম্য ২/১৭)।


বিসিবি সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস)- ২৮৩/১০ (৭৪ ওভার) (জাকের ১৩৮*, মিঠুন ৩৮, আরিফুল ২৯; খালেদ ৩/৫৬, নাসুম ৩/৮৪)।


বিসিবি সাউথ জোন (দ্বিতীয় ইনিংস)- ২৭৭/১০ (৯৮.১ ওভার) (অমিত ১১৬, ফজলে রাব্বি ৯০; মুশফিক ৫/৫৪, রনি ৪/৭১)।


বিসিবি সেন্ট্রাল জোন (দ্বিতীয় ইনিংস)- ১৯৭/১০ (৬২.৫ ওভার) (আইচ ৫৯, আরিফুল ২৭; নাসুম ৫/৯৪, খালেদ ২/৩৩)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball