promotional_ad

আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ

১ ঘন্টা আগে
জুটির পথে মিরাজ ও হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট কালোবাজারি নিয়ে হতাশার কমতি ছিল না। টুর্নামেন্টের ফাইনালের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, উপহার হিসেবে দেয়া তার টিকিটগুলোও নাকি কালোবাজারি হয়। এবার সেটা কমাতে উদ্যোগ নিচ্ছে।


ইংল্যান্ড সিরিজে চেষ্টা করা হলেও অনলাইনে টিকিট ছাড়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। তবে মার্চের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া আয়ার‌ল্যান্ড সিরিজ থেকে অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট সংখ্যক টিকিট ছাড়তে চায় দেশটির ক্রিকেট বোর্ড।


promotional_ad

এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘অবশ্যই সম্ভব। অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষকে কিছুটা কমফোর্ট। অনলাইন ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল প্লাটফর্ম। কিন্তু আমরা এবারও পারিনি। চেষ্টা করবো আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।’


আরো পড়ুন

লুইস-হোপ-কার্টিদের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৬ জুন ২৫
ঝড়ো ইনিংস খেলার পথে শাই হোপ, ফাইল ফটো

লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও টিকিট পেতে বেগ পেতে হয় সমর্থকদের। অনলাইনে টিকিট ছাড়া হলে এখন থেকে ঘরে বসেই ম্যাচের টিকিট নিতে পারবেন তারা। তাতে করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না সমর্থকদের। এটা কঠিন কিছু না হলেও স্পন্সর ও কমার্শিয়াল বিষয়ের কারণে এতদিন করা সম্ভব হয়নি বলে জানান বিসিবির সিইও।


তিনি বলেন, ‘স্পেসিফিক কোনো কারণ নেই। খুব একটা জটিল প্রসেস না। কিন্তু কিছু স্পন্সর ও কমার্শিয়াল বিষয় থাকে এসব আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি। আমরা চাইলে সরাসরি করে ফেলতে পারতাম। কিন্তু একটা প্লাটফর্ম ও স্পন্সরের বিষয় ঠিক করে আমরা।’


আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজ। ইতোমধ্যে প্রথম দুই ওয়ানডের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। ম্যাচের আগেরদিন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এই কাউন্টার খোলা থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।


ম্যাচের দিন অবশ্য মিরপুর স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। সবচেয়ে কম ২০০ এবং সর্বোচ্চ ১৫০০ টাকায় টিকিট কিনে ইংল্যান্ড সিরিজের খেলা দেখা যাবে। এদিকে ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামে টি-টোয়েন্টি খেলে ঢাকায় টেস্ট খেলবে এই দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball