promotional_ad

নাইমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে প্রথম দিন নর্থ জোনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন

১২ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মাস ধরেই ধারাবাহিক নাইম ইসলাম। সেটা অব্যাহত আছে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল)। ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অধিনায়কের অপরাজিত ৭৫ রানের সুবাদে ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বিসিবি নর্থ জোন।


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নর্থ জোন। ইনিংসের প্রথম বলেই তোফিক খান তুষারকে সাজঘরে ফিরিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেন আবু জায়েদ রাহি। গোল্ডেন ডাক খেয়ে আসর শুরু করেছেন এই ওপেনার। 


promotional_ad

এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়ের ৯১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নর্থ জোন। অবশ্য এই দুইজনই সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। জয়ের ব্যাট থেকে এসেছে ৪২ রান। আর তামিম ফিরেছেন ৪৫ রান করে। 


চার নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৪৯ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেছেন। তার ইনিংসে ৩টি চারের মার ছিল। 


সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নাসির হোসেন। সেই ফর্ম তিনি টেনে এনেছেন বিসিএললেও। ৭৯ বল খেলে ৪৬ রান এসেছে তার ব্যাট থেকে।


বেশিরভাগ ব্যাটারই ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন নাইম। অধিনায়ক হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন। ২০৭ বল খেলে ৭৫ রান করে আপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি। আরেক প্রান্তে সানজামুল ইসলাম ৭ রান নিয়ে উইকেটে আছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball