জাদেজাকে সহ অধিনায়ক হিসেবে চান হরভজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দলীয় নিয়ম ভেঙেই সফল জাদেজা
৪ জুলাই ২৫
সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে সমালোচনার শিকার হয়েছেন লোকেশ রাহুল। এমনকি একাদশে তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আর হরভজন সিং আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ভারত দলের সহ অধিনায়কত্ব থেকেও রাহুলকে বাদ দেয়া উচিত। সেই জায়গায় রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব দেয়ার পক্ষে ভারতের সাবেক এই ক্রিকেটার।
চোট কাটিয়ে গত জানুয়ারীতে প্রায় পাঁচ মাস পর ক্রিকেটে ফেরেন রবীন্দ্র জাদেজা। রঞ্জি ট্রফির সেই ম্যাচে তামিল নাড়ুর বিপক্ষে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৪০ রান করেছিলেন। তবে বল হাতে দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৪৮ রানে এক উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।

এর পর সেই ফর্ম জাতীয় দলেও টেনে এনেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ৭০ রানের পর বল হাতে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
৯ ঘন্টা আগে
হরভজন বলেন, 'আপনি যদি তার পারফরম্যান্স দেখেন, তার ব্যাটিং ভালো হচ্ছে। টেস্টে এবং ওয়ানডেতে তাকে সহ অধিনায়কত্ব দেয়া উচিত। আমি মনে করি, এখানে তার চেয়ে ভালো বিকল্প আর নেই।'
সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা সবমিলিয়ে দলের অন্যতম সেরা পারফর্মারদের একজন জাদেজা। হরভজনের মতো শুধু ভারতীয় দল নয়, বর্তমান সময়ে বিশ্বেরই অন্যতম সেরা অলরাউন্ডার জাদেজা। যদিও বেন স্টোকসকেও একই কাতারে রেখেছেন তিনি।
ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন 'তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, ব্যাট ও বল উভয় জায়গায়ই সে ভালো করছে। আমি মনে করি, বিশ্বক্রিকেটে জাদেজার চেয়ে ভালো অলরাউন্ডার আর নেই। হ্যাঁ, বেন স্টোকস হয়তো তার প্রতিদ্বন্দী হতে পারে।'