জাদেজাকে সহ অধিনায়ক হিসেবে চান হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে ম্যানচেস্টারে ভারতের ড্র

২৭ জুলাই ২৫
বিসিসিআই

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে সমালোচনার শিকার হয়েছেন লোকেশ রাহুল। এমনকি একাদশে তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আর হরভজন সিং আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ভারত দলের সহ অধিনায়কত্ব থেকেও রাহুলকে বাদ দেয়া উচিত। সেই জায়গায় রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব দেয়ার পক্ষে ভারতের সাবেক এই ক্রিকেটার।  


চোট কাটিয়ে গত জানুয়ারীতে প্রায় পাঁচ মাস পর ক্রিকেটে ফেরেন রবীন্দ্র জাদেজা। রঞ্জি ট্রফির সেই ম্যাচে তামিল নাড়ুর বিপক্ষে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৪০ রান করেছিলেন। তবে বল হাতে দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৪৮ রানে এক উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।


promotional_ad

এর পর সেই ফর্ম জাতীয় দলেও টেনে এনেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ৭০ রানের পর বল হাতে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার। 


আরো পড়ুন

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট

৯ ঘন্টা আগে
ফোর্টিস লি ও গৌতম গম্ভীর

হরভজন বলেন, 'আপনি যদি তার পারফরম্যান্স দেখেন, তার ব্যাটিং ভালো হচ্ছে।  টেস্টে এবং ওয়ানডেতে তাকে সহ অধিনায়কত্ব দেয়া উচিত। আমি মনে করি, এখানে তার চেয়ে ভালো বিকল্প আর নেই।'


সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা সবমিলিয়ে দলের অন্যতম সেরা পারফর্মারদের একজন জাদেজা। হরভজনের মতো শুধু ভারতীয় দল নয়, বর্তমান সময়ে বিশ্বেরই অন্যতম সেরা অলরাউন্ডার জাদেজা। যদিও বেন স্টোকসকেও একই কাতারে রেখেছেন তিনি।


ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন 'তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, ব্যাট ও বল উভয় জায়গায়ই সে ভালো করছে। আমি মনে করি, বিশ্বক্রিকেটে জাদেজার চেয়ে ভালো অলরাউন্ডার আর নেই। হ্যাঁ, বেন স্টোকস হয়তো তার প্রতিদ্বন্দী হতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball