শোয়েবকে ‘মানুষ’ হতে বললেন রমিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভুল করা বাংলাদেশের রুটিন হয়ে গেছে: রমিজ রাজা
৩১ মে ২৫
কদিন আগেই বাবর আজম ও রমিজ রাজাকে নিয়ে বিরূপ মন্তব্য করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের এই সাবেক পেসার বাবরের ইংরেজির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ইংরেজি কম জানার কারণে এখনও বড় ব্র্যান্ড হয়ে উঠতে পারেননি বাবর।
পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজাকেও বাদ দেননি তিনি। তাকে নিয়ে বলেছিলেন প্রচারের জন্য সভাপতি হয়েছিলেন রমিজ। শোয়েবের এমন বাড়াবাড়ি পছন্দ হয়নি সাবেক পিসিবি সভাপতি রমিজের। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, কারো ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া বেশি জরুরি। এ ছাড়া পাকিস্তানের সাবেক এই পেসারকে 'বিভ্রান্ত সুপারস্টার' বলেও আখ্যা দিয়েছেন তিনি।

শোয়েবের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে রমিজ বলেন, ‘কিছু মানুষের বেশ ভুল ধারণা থাকে। এরা বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এসবই বলতে থাকে। কামরান আকমলের সঙ্গেও তার সমস্যা ছিল। সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকে, ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হতে হবে, তারপর ব্র্যান্ড হওয়া যাবে।’
পাকিস্তানের ক্রিকেটের মান দিন দিন পড়ে যাওয়ার পেছনে ক্রিকেটারদের এমন মন্তব্যকেই দায়ী করেছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট নিচে নেমে যাওয়ার একটি কারণ হচ্ছে, এ ধরনের যে-সব সাবেক ক্রিকেটার আছেন, তারাই আমাদের ক্রিকেটকে টেনে নিচে নামান। এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে কখনো দেখবেন না।’
রমিজ রাহুল দ্রাবিড়-সৌরভ গাঙ্গুলিদের উদাহরণ টেনে বলেছেন, ‘সেখানে এমন হয় না যে, সুনীল গাভাস্কার রাহুল দ্রাবিড়ের সমালোচনা করছে কিংবা শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলীর সমালোচনা করছে। এটা কখনো হয় না। পাকিস্তানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যার যেটা কাজ, তাকে সেটা করতে না দেওয়া এবং অহেতুক সমালোচনা করা। দূরে বসে সবাই সমালোচনা করতে পারে। কিন্তু কেউ এসে কাজটা করবে না।’
এদিকে, পিসিবির সভাপতি হলে কয়েকশো সুপারস্টার বানাতেন বলেও জানিয়েছিলেন শোয়েব। এই পেস তারকার মন্তব্য ছিল, ‘সত্যি বলতে, আমি পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান হতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক তারকা ক্রিকেটার তুলে আনতে চাই। প্রথমে লক্ষ্য থাকবে ৫০ জন তারকা ক্রিকেটার তুলে আনা, পরে সেটা বাড়িয়ে ১০০, ২০০ থেকে ২ হাজার তারকা ক্রিকেটার তুলে আনতে চাই।’
সেই সঙ্গে ক্রিকেটারদের পূর্ণ স্বাধীনতা দেবেন বলেও জানিয়েছিলেন। রমিজ এই প্রশ্নের প্রেক্ষিতে শোয়েবের শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাস করতে হয়।’