ইংল্যান্ডের ইনিংস ঘোষণার পর বিপর্যয়ে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
৯ ঘন্টা আগে
ওয়েলিংটন টেস্টের প্রথম দিনই বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। তারা মাত্র ৩ উইকেটে ৩১৫ রান নিয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে।
বৃষ্টির কারণে দিনের শেষভাগে খেলা বন্ধ না থাকলে কিউইদের বাকি তিন উইকেটও হয়ত তুলে নিতে পারতেন জেমস অ্যান্ডারসন-জ্যাক লিচরা। ইংল্যান্ডের এই দুই বোলারই তিনটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। একটি উইকেট গেছে স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে।
বড় রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কিউইরা। মাত্র ২১ রানে তারা টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। ডেভন কনওয়ে ফেরেন শূন্য রানে। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। উইল ইয়াং করেন ২ রান।

চতুর্থ উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে কিছুটা হাল ধরেন টম ল্যাথাম। দলীয় ৬০ রানে ল্যাথাম (৩৫) বিদায় নিলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। নিকোলস আউট হন ৩০ রান করে। ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রান করে আউট হন।
কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন
১৬ ঘন্টা আগে
অবশ্য দিনের শেষ ভাগে দারুণ ব্যাটিং করে কিউইদের ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন টম ব্লান্ডেল ও টিম সাউদি। ব্লান্ডেল ২৫ ও সাউদি ২৩ রান করে অপরাজিত আছেন।
এর আগে দিনের শুরুতে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জো রুট ১০১ ও ব্রুক ১৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ব্রুক মাত্র ২ রান যোগ করে আউট হয়ে যান। অধিনায়ক বেন স্টোকস করেছেন ২৭ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে রুট ফেরেন ১৫৩ রান করে।
এরপর বেন ফোকস শূন্য রানে আউট হন। অবশ্য ব্রড ১৪, ওলি রবিনসন ১৮ ও লিচ ৬ রান করে অপরাজিত থাকলে ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় পুঁজি পায়। ফলে ইনিংস ঘোষণা করতে দ্বিধা করেননি ইংলিশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড- ৪৩৫/৮ ডিঃ (৮৭.১ ওভার) (রুট ১৫৩, ব্রুক ১৮৬, স্টোকস ২৭; হ্যানরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)
নিউজিল্যান্ড- ১৩৮/৭ (৪২ ওভার) (ল্যাথাম ৩৫, নিকোলস ৩০, ব্লান্ডেল ২৫*, সাউদি ২৩*; অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৪৫)