promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে ধারাবাহিকতা চান বাশার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষে বাশার

২২ জুন ২৫
ক্রিকফ্রেঞ্জি

ওয়ানডে সংস্করণে ঘরের মাঠে লম্বা সময় ধরেই সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। ভারত, সাউথ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। তবে ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজ জেতা হয়নি টাইগারদের। এবার সেই আক্ষেপ ঘুচানোর বড় সুযোগ তামিম ইকবালের দলের সামনে। ঘরের মাঠে ইংলিশদের হারানো সম্ভব বলে বিশ্বাস করেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।


ঘরের মাঠে সবশেষ ১৪ দ্বিপাক্ষিক সিরিজের মাঝে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। দশ বছরের হিসেব করলে বাংলাদেশের দাপটটা আরও পরিলক্ষিত হবে। ২০১২ সালের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ৫৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০ জয় পেয়েছে বাংলাদেশ।


promotional_ad

ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে দ্বিপাক্ষিক সিরিজে হারালেও এই সময় ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠতে পারেনি সাকিব-তামিমরা। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেলেও সেটা করে দেখাতে পারেনি সাকিবরা। প্রায় সাত বছর পর আবারও বাংলাদেশ সফরে এসেছে জস বাটলাররা। এবার তাদের হারানোর সুযোগ দেখছেন বাশার।


আরো পড়ুন

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ

৫ ঘন্টা আগে
জুটির পথে মিরাজ ও হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

বিসিবি নির্বাচক বলেন, 'আমরা ফিফটি ওভারস ফরম্যাটে সবার বিপক্ষেই ধারবাহিকভাবে পারফর্ম করছি। যত ভালো দলই আসুক, আশা অবশ্যই আছে। ভারত কিন্তু অনেক ভালো দল, তাদের তৃতীয় সারির দলও যেকাউকে চ্যালেঞ্জ করতে পারে, তো এখানে আমরা ভারতকেও হারালাম।'


'ইংল্যান্ডকে হারানো যাবে না, এমনটা কিন্তু না। আরেকটা জিনিস, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলতেতো কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। আমরা যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে।'-তিনি আরও যোগ করেন।


যেকোনো কন্ডিশনেই ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। কিন্তু বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ধারবাহিক। শুধু যে ঘরের মাঠে টাইগাররা ভালো খেলছে, তা কিন্তু না। সর্বশেষ সাউথ আফ্রিকা সফরেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।


বাশার বলেন, 'ইংল্যান্ডকে হারানো সহজ হবে না। কিন্তু আমরা বড় বড় দলকে হারাচ্ছি। শুধু বাংলাদেশের মাটিতেই কিন্তু না, আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতেছি। সেখানকার কন্ডিশন কিন্তু খুবই কঠিন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball