৩৫০ কোটি টাকায় ভারতের কিট স্পন্সর অ্যাডিডাস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট

৯ ঘন্টা আগে
ফোর্টিস লি ও গৌতম গম্ভীর

ভারত দলের কিট স্পন্সর হতে যাচ্ছে অ্যাডিডাস। আগামী পাঁচ বছরের জন্য বিখ্যাত এই ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 


বিসিসিআইয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছে অ্যাডিডাস। পাঁচ বছরের এই সময়কালে তাদের চুক্তির মূল্য ৩৫০ কোটি টাকা। দেখা যাচ্ছে প্রতি ম্যাচ বাবদ প্রায় ৬৫ লাখ টাকা করে পাবে ভারতীয় বোর্ড। 


বর্তমানে কেকেসিএল এর অধীনস্থ কিলার জিন্স ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে রয়েছে। সেই ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে শীঘ্রই। এরপর আগামী জুন মাস থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চুক্তিতে থাকবে অ্যাডিডাস।


promotional_ad

এর আগে এমপিএল স্পোর্টস ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত তিন বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে। কিন্তু বিভিন্ন কারণবশত এমপিএল সেই চুক্তি শেষ হওয়ারর আগেই সরে যায়।


এমপিএলের আগে আমেরিকান ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল বিসিসিআই। তাদের সময়কাল ছিল ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত। এই চুক্তির জন্য তারা ৩৭০ কোটি টাকা বোর্ডকে প্রদান করেছিল। 


এর আগে, অ্যাডিডাস মুম্বই ইন্ডিয়ান্স এবং ইংল্যান্ড ক্রিকেট দলের কিট স্পন্সর ছিল। বর্তমান ভারতীয় দলে ক্যাপ্টেন রোহিত শর্মা, কুলদীপ যাদব এবং ঋষভ পন্ত অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।


ইংল্যান্ডের পর ভারতীয় ক্রিকেট দলের মাধ্যমে, অ্যাডিডাস আবার জাতীয় ক্রিকেট দলের বাজারে প্রবেশ করবে। ইংল্যান্ডের সঙ্গে স্পনসরশিপ চুক্তি শেষ করার পরে ক্রিকেট দলের মধ্যে নটিংহামশায়ার, সাউথ ইস্ট স্টারস এবং সারেকে স্পন্সর করেছে এই কোম্পানিটি। 


তাছাড়া ফুটবলে ফিফা বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা দলের কিট স্পনসর অ্যাডিডাস। এছাড়াও ইতালি, স্পেন, জার্মানি ফুটবল দলেরও স্পন্সর তারা। ক্লাব ফুটবেল আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদেরও স্পনসর এই কোম্পানিটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball